টুইটার: ডেটাও হাতিয়ে নিয়েছে ‘বিটকয়েন’ হ্যাকাররা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2020 09:21 PM BdST Updated: 18 Jul 2020 09:21 PM BdST
-
ছবি: রয়টার্স
টুইটারের নিরাপত্তাব্যবস্থা কাঁপিয়ে দেওয়া সাম্প্রতিক হ্যাকিংয়ে শুধু বিটকয়েন চাওয়ার জন্যই মহারথীদের টু্ইটার অ্যাকাউন্ট ব্যবহার করা করেনি, অন্তত আটটি অ্যাকাউন্টের ডেটাও হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
সম্প্রতি এ ব্যাপারে টুইটার জানিয়েছে- জো বাইডেন, বারাক ওবামা, ইলন মাস্ক, বিল গেটস এবং ওয়ারেন বাফেট-এর মতো মহারথীদের টুইটার অ্যাকাউন্টের ডেটা খোয়া যাওয়ার খবর মিলেছে এখন পর্যন্ত। হাতিয়ে নেওয়া ডেটার মধ্যে রয়েছে ব্যক্তিগত অ্যাড্রেস বুক এবং ডিরেক্ট মেসেজ। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।
শুক্রবার রাতে টুইটার জানায়, তদন্তে আক্রমণকারীদের 'অন্তত আটটি অ্যাকাউন্টের' ডেটা এক্সপোর্টের প্রমাণ মিলেছ। তবে, হামলার শিকার ৪৫টি অ্যাকাউন্টের কোন আটটি তা সুনির্দিষ্ট করে জানায়নি মাইক্রোব্লগিং সাইটটি।
বুধবার নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকেল চারটার দিকে ইলন মাস্কের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট আসে- "কোভিড-১৯ বাস্তবতায় নিজেকে আমার উদার মনে হচ্ছে। আগামী আধঘণ্টায় আমাকে যে যতো অর্থ পাঠাবে আমি তাকে তার দ্বিগুণ ফেরত দেব!" তার নিচে ছিল বিট কয়েন পাঠানোর একটি লিঙ্ক।
কেবল ইলন মাস্ক নন, হ্যাকিংয়ের কবলে পড়েছিল বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন, কনিয়ে ওয়েস্টের টুইটার অ্যাকাউন্ট। একই ধরার টুইট এসেছিল তাদের অ্যাকাউন্ট থেকেও।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’