গেইমিং পিসি বানালেন ‘সুপারম্যান’ হেনরি ক্যাভিল

সম্প্রতি নিজের জন্য নতুন গেইমিং পিসি বানিয়েছেন ব্রিটিশ তারকা হেনরি ক্যাভিল। অন্য কারো মাধ্যমে নয়, সুপারম্যান খ্যাত এই তারকা আর দশজন গেইমিং পিসি নির্মাতার মতো স্ক্রু ড্রাইভার হাতে নিজেই নেমেছিলেন তৈরি করতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 08:35 AM
Updated : 18 July 2020, 08:35 AM

অনলাইন সংবাদদাতা স্ক্রিন র‌্যান্ট জানিয়েছে, গেইমিং পিসি তৈরির ভিডিওটি পরে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শৌখিন এই গেইমার।

ভিডিওতে পিসির প্রত্যেকটি অংশ হেনরি ক্যাভিলকে জোড়া লাগাতে দেখা গেছে। এমনকি মনোযোগ সহকারে ম্যানুয়াল পড়তেও দেখা গেছে। তবে, গেইমিং পিসি তৈরি শেষ হওয়ার পর ‘পিসি বাটন’ অন করার সময় ঘটে বিপত্তি, প্রথম চেষ্টাতে চালু হচ্ছিল না ক্যাভিলের তৈরি গেইমিং পিসিটি। গুরুত্বপূর্ণ একটি অংশ উল্টো লাগানোর ফলেই সমস্যাটি হচ্ছিল। পরে ওটি ঠিকভাবে বসিয়ে পিসি চালু করেন তিনি।

টেকরাডারের বরাত দিয়ে হেনরি ক্যাভিলের গেইমিং পিসির হার্ডওয়্যার তালিকা প্রকাশ করেছে টেকস্পট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী কী রয়েছে তার পিসিতে-

সিপিইউ: এএমডি রাইজেন ৯ ৩৯০০এক্স

মাদারবোর্ড: আসুস আরওজি ক্রসহেয়ার এইট হিরো (ওয়াই ফাই)

মেমোরি: জি.স্কিল ট্রাইডেন্ট জেড আরজিবি ৩২ গিগাবাইট ডিডিআর৪-৩৬০০ সিএল১৬ (২X১৬ গিগাবাইট)

গ্রাফিক্স কার্ড: আসুস জিফোর্স আরটিএক্স ২০৮০ টিআই ১১ গিগাবাইট আরওজি স্ট্রিক্স গেইমিং ওসি

সিপিইউ কুলার: এনজিএক্সটি ক্রাকেন জেড৭৩

স্টোরেজ: স্যামসাং ৯৭০ প্রো ১ টেরাবাইট এসএসডি x ২

পিএসইউ: সিসনিক প্রাইম টিএক্স-১০০০

কেইসিং: ফ্র্যাকটাল ডিজাইন ডিফাইন ৭ কেস

মনিটর: আসুস পিজি২৭৯কিউ আরওজি সুইফট

কিবোর্ড: রেজার হান্টসম্যান এলিট

হেডসেট: স্টিলসিরিজ আর্কটিস প্রো ওয়্যারলেস