সাইবার হামলার লক্ষ্য ছিলো ১৩০টি অ্যাকাউন্ট: টুইটার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2020 02:57 PM BdST Updated: 17 Jul 2020 02:57 PM BdST
সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় হ্যাকাররা ১৩০টি অ্যাকাউন্টকে লক্ষ্য বানিয়েছিল বলে বৃহস্পতিবার জানিয়েছে টুইটার। প্রভাবশালী মার্কিন ব্যক্তিদের অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে ওই ঘটনায়।
Related Stories
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, রিয়ালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টেসলা প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যামাজন প্রধান জেফ বেজোসসহ অন্যান্য ব্যক্তিদের অ্যাকাউন্টের দখল নিতে টুইটারের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশ করেছে হ্যাকাররা। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিটকয়েন হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
সর্বশেষ বিবৃতিতে টুইটার বলছে, লক্ষ্য করা অ্যাকাউন্টগুলোর অল্প কয়েকটির দখল নিতে পেরেছে হ্যাকাররা এবং এগুলো থেকেই টুইট করেছে তারা-- খবর বার্তা সংস্থা রয়টার্সের।
হামলাকারীরা এই অ্যাকাউন্টগুলোর ব্যক্তিগত ডেটায় প্রবেশ করেছে কি না, সে বিষয়টি এখনও খতিয়ে দেখছে টুইটার।
হ্যাকিংয়ের ঘটনা তদন্তে নেতৃত্ব দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ঘটনাটি কীভাবে ঘটলো, সে বিষয়েও জবাবদিহিতা চেয়েছেন ওয়াশিংটনের অনেক আইনপ্রণেতা।
এদিকে আইন প্রয়োগকারী সংস্থা বলছে, এই ঘটনায় ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি করেছে সাইবার হামলাকারীরা। জনসাধারণের জন্য উন্মুক্ত ব্লকচেইন রেকর্ডে দেখা গেছে, হামলাকারীরা এক লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে।
বিবৃতিতে টুইটার আরও বলেছে, “আমরা দীর্ঘমেয়াদী কী পদক্ষেপ নিতে পারি সে বিষয়টি এখনও বিবেচনা করছি এবং যত দ্রুত সম্ভব আমরা আরও বিস্তারিত জানাবো।”
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)