দক্ষিণ কোরিয়ায় জরিমানার মুখে টিকটক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2020 08:31 PM BdST Updated: 16 Jul 2020 08:31 PM BdST
-
ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ায় শিশুদের ডেটা ভুলভাবে মজুদ করার কারণে জরিমানার মুখে পড়েছে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক, সেইসঙ্গে বাড়ছে গ্রাহকের গোপনতা বিষয়ে শঙ্কা।
প্রতিষ্ঠানটিকে ১৮ কোটি ৬০ লাখ ওন জরিমানা করেছে কোরিয়া কমিউনিকেশনস কমিশন (কেসিসি)-- খবর বিবিসি’র।
গত বছরই এ বিষয়ে তদন্ত শুরু করেছে কেসিসি। কোরিয়ার সামাজিকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম নজরদারি সংস্থাটি দাবি করছে, অভিভাবকের সম্মতি ছাড়াই ১৪ বছরের কম বয়সী শিশুদের ডেটা জোগাড় করেছে টিকটক।
জরিমানার অঙ্কটি সামাজিক মাধ্যমটির বার্ষিক আয়ের প্রায় তিন শতাংশ।
টিকটক যদিও বলছে, আইন মানতে তারা “গভীরভাবে অঙ্গীকারবদ্ধ”। তদন্তে দেখা গেছে ছয় মাসে প্রতিষ্ঠানটিতে শিশুদের ছয় হাজারের বেশি রেকর্ড এসেছে, যা স্থানীয় গোপনতা আইন মানছে না।
কেসিসি আরও জানিয়েছে, গ্রাহকের ব্যক্তিগত ডেটা বাইরে স্থানান্তরিত হচ্ছে গ্রাহকদের সেটি জানাতেও ব্যর্থ হয়েছে টিকটক।
টিকটকের এক মুখপাত্র বলেন, “ডেটা গোপনতার ক্ষেত্রে আমরা অনেক উচ্চ মান বজায় রাখি এবং আমাদের মান আরও উন্নত ও শক্তিশালী করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”
অন্যদিকে এক সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, টিকটকসহ চীনা সামাজিক মাধ্যম অ্যাপগুলো নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে তারা।
যুক্তরাষ্ট্রে শিশুদের ডেটা গোপনতা রক্ষা না করার কারণে গত বছর ফেব্রুয়ারিতে টিকটককে ৫৭ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে দেশটি।
চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা চলাকালীন গত মাসে টিকটক নিষিদ্ধ করেছে ভারতও।
চলতি মাসের শুরুতে টিকটিকের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে, চীনের নতুন নিরাপত্তা আইন প্রয়োগের কারণে হং কংয়ে বন্ধ হচ্ছে এই সেবা।
-
যুক্তরাষ্ট্রে 'হেলিকপ্টার কেন উড়ছে', জানাবে অ্যাপ
-
বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে বাংলাদেশ
-
সারফেস ডুয়ো ২, উন্নত ক্যামেরা, ৫জি: সত্যি?
-
চেহারা স্ক্যান করায় ফেইসবুকের খেসারত ৬৫ কোটি ডলার
-
অ্যাপের ‘অনাচার’ বন্ধ করতে প্রযুক্তি বানাচ্ছে চীন
-
কয়েক বছরেই অ্যাপে বার্ষিক খরচ হবে ২৭ হাজার কোটি ডলার
-
কেন আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েডই বেশি পছন্দ গেটসের?
-
এ বছরই বৈদ্যুতিক গাড়ি বানানোর লক্ষ্য হুয়াওয়ের
সর্বাধিক পঠিত
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬