নিলামে রেকর্ড গড়লো সুপার মারিও

নিলামে এক লাখ ১৪ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে ‘১৯৮৫ সুপার মারিও ব্রাদার্স’ গেইমের একটি বিরল সংস্করণ। এর আগে এতো দামে বিক্রি হয়নি অন্য কোনো ভিডিও গেইম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 02:15 PM
Updated : 15 July 2020, 02:15 PM

বিবিসি’র প্রতিবেদন বলছে, গেইম কার্টিজটি এখনও এটির আসল মোড়কে রয়েছে। গেইমটির ক্রেতা নিলামে তার পরিচয় প্রকাশ করেননি।

নিলামের আয়োজক মার্কিন সংস্থাটি জানিয়েছে, গেইমটিতে “অনেক বেশি মানুষের আগ্রহ ছিলো”। এর একটি কারণ হলো, গেইমটির জন্য ওই নির্দিষ্ট মোড়ক খুব কম সময় ব্যবহার করেছে নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো।

নিলামে সর্বোচ্চ দাম ওঠা গেইমের আগের রেকর্ডটিও সুপার মারিওর অন্য একটি সংস্করণের। ওই সংস্করণটির দাম উঠেছিলো এক লাখ ডলার।

হেরিটেজ অকশনস ভিডিও গেইম পরিচালক ভ্যালেরি ম্যাকলেকি বলেন, “যদি কোনো গেইম এই সংখ্যায় পৌঁছাতে পারে, তবে এটিই সেই গেইম। আমরা জানতাম এটি একটি শক্তিশালী লাইভ সেশন হবে।”

সুপার মারিও গেইমটিতে গ্রাহকের আগ্রহ কখনোই ফুরায়নি। এমনকি প্রায়ই এটিকে সবচেয়ে সফল ভিডিও গেইম ফ্রাঞ্চাইজি হিসেবে দাবি করেছেন অনেকে।

গবেষণা প্রতিষ্ঠান অ্যাম্পার অ্যানালাইসিস-এর গেইমিং বিশেষজ্ঞ পিয়ার্স হার্ডিং-রোলস বলেন, “পুরোপুরি নতুন কিন্তু আসল প্যাকেজে থাকা গেইমগুলো গেইমিং ব্র্যান্ড এবং প্রতিষ্ঠানের সঙ্গে ভালোবাসার সম্পর্কে যুক্ত, বিশেষভাবে এটি যদি বিরল কোনো সংস্করণ হয়, শেষ ২০ বছরে এগুলোর মূল্য অনেক বেড়েছে।”

“এই গেইমগুলো অনেক সংগ্রাহকের কাছে ত্রিশ এবং চল্লিশের দশকের শৈশব গেইমের স্মৃতি,” বলেন হার্ডিং-রোলস।