স্টার্টআপ ইস্তাম্বুলের পোর্টফোলিওতে বাংলাদেশের ডেটাফুল

স্টার্টআপ ইস্তাম্বুলের পোর্টফোলিওতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্টার্টআপ ডেটাফুল। মূলত তুরস্কের ইতুহামের পোর্টফোলিও কোম্পানি হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের এ স্টার্টআপটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 11:50 AM
Updated : 15 July 2020, 11:50 AM

জুনে অনুষ্ঠিত স্টার্টআপ ইস্তাম্বুলের সংক্ষিপ্ত তালিকায় কয়েকটি বাংলাদেশি স্টার্টআপ স্থান পায়। ওই স্টার্টআপগুলোর মধ্য থেকেই প্রাতিষ্ঠানিক পোর্টফোলিওতে জায়গা করে নিয়েছে ডেটা ভিত্তিক কনটেন্টের প্রথম এই পোর্টাল।

ডেটাফুলের প্রতিষ্ঠাতা ও প্রজেক্ট লিড পলাশ দত্ত বলেন, “বাংলাদেশের স্টার্টআপগুলোকে তহবিল সংগ্রহে বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হয়। ডেটাফুলের এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশ স্টার্টআপ কমিউনিটির জন্য উৎসাহব্যঞ্জক”।

"বিদেশে স্বীকৃতির পর বাংলাদেশে নানা জায়গা থেকে আমরা বিপুল সাড়া পাচ্ছি।"

এক্সিলারেশন প্রোগ্রামটির আয়োজক ইতুহাম। এতে বিশ্বের বিভিন্ন দেশের স্টার্টআপ, ইন্টারনেট ভিত্তিক কোম্পানি, অ্যাঞ্জেল বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান যোগ দেয়। এবারের আয়োজনে ১৭৮টি দেশ থেকে দুই লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল।

ইতুহামে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান গত পাঁচ বছরে ২৫ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।

এই আয়োজনের চূড়ান্ত পর্বে বাকি স্টার্টআপগুলো ছিল ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক ও সৌদি আরব থেকে।

উল্লেখ, এর আগে বাংলাদেশের বিডিক্যাব নামে একটি স্টার্টআপে বিনিয়োগ করেছিল ইতুহাম।