চীনা ‘অ্যাপ স্টোর’ থেকে বাদ পড়লো আড়াই হাজার গেইম

চীনা লাইসেন্সের বাধ্যবাধকতা মেনে সম্প্রতি এক ‘নিয়মের ফাঁক’ বন্ধ করেছে অ্যাপল। এর ফলাফল স্বরূপ জুলাইয়ের প্রথম সপ্তাহে অ্যাপলের চীনা অ্যাপ স্টোর থেকে বিদায় নিয়েছে আড়াই হাজারেরও বেশি মোবাইল গেইম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 08:25 AM
Updated : 15 July 2020, 08:25 AM

ডেটা বিশ্লেষণী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুসারে, জুলাইয়ে চীনা অ্যাপ স্টোর থেকে মুছে দেওয়া মোবাইল গেইমের সংখ্যা জুনের প্রথম সপ্তাহের তুলনায় চারগুণ। ‘অর্থ উপার্জন করে’ এমন গেইম ডেভেলপারদের জুনের শেষ পর্যন্ত সময় আগেভাগেই বেঁধে দিয়েছিল অ্যাপল। ওই বেঁধে দেওয়া সময়ের মধ্যে গেইম ডেভেলপারদেরকে ইন-অ্যাপ পারচেসের অনুমোদন স্বরূপ চীন সরকারের ইসুকৃত লাইসেন্স নম্বর দেখানোর কথা বলেছিল প্রতিষ্ঠানটি। -- খবর রয়টার্সের।

অনেক আগে থেকেই চীনে এ নিয়মে মেনে আসছে অ্যান্ড্রয়েড গেইম ডেভেলপাররা। অ্যাপল কেন এতোদিন ‘নিয়মের ফাঁক’ রেখেছিল, সে বিষয়টি ঠিক পরিষ্কার নয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল।

অ্যাপ স্টোর থেকে মুছে দেওয়া গেইমের তালিকায় ‘হে ডে’, ‘ননস্টপ চাক নরিস’, ‘সলটেয়ার’ ইত্যাদি গেইম রয়েছে। সেনসর টাওয়ারের মোবাইল ইনসাইটসের প্রধান র‌্যান্ডি নেলসন বলেছেন, “হয়তো গেইমগুলো ভবিষ্যতে আবার পাওয়া যাবে, তবে বর্তমানে পাঁচ দিন হয়ে যাচ্ছে গেইমগুলো স্টোরে নেই”। 

তবে, প্রতিটি গেইম মুছে দেওয়ার পেছনের কারণ শনাক্ত করতে পারেনি বিশ্লেষণী সংস্থাটি। মুছে দেওয়া গেইমগুলোর চীনে সমন্বিত আয় তিন কোটি ৪৭ লাখ ডলার।

বর্তমানে বিশ্বের বৃহত্তম ভিডিও-গেইম বাজার চীন। সাম্প্রতিক বছরগুলোতে এ বাজারে নিয়ন্ত্রণ বাড়িয়েছে দেশটি। অনেক অনলাইন গেইমকেই দীর্ঘ সময় অপেক্ষা করে দেশটিতে ‘ইন-অ্যাপ’ পারচেস অনুমোদন সংগ্রহ করতে হচ্ছে।