শেষ পর্যন্ত ৫জি পর্বে হুয়াওয়ে নিষিদ্ধই হলো যুক্তরাজ্যে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2020 12:28 PM BdST Updated: 15 Jul 2020 12:28 PM BdST
-
ছবি: রয়টার্স
অবশেষে ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে যন্ত্রাংশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এর মধ্য দিয়ে জানুয়ারিতে নেওয়া সিদ্ধান্ত থেকে সরে এলো দেশটি।
বছরের শুরুতে যুক্তরাজ্য সিদ্ধান্ত নিয়েছিল, দেশের ৫জি বাজার শেয়ারের ৩৫ শতাংশ হুয়াওয়ের অধীনে থাকবে এবং মূল নেটওয়ার্কের প্রধান অংশে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহার করবে না। কিন্তু মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্যের ডিজিটাল মন্ত্রী অলিভার ডাউডেন-এর পার্লামেন্ট ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হলো যুক্তরাজ্য সরে এসেছে ওই বিবেচনা থেকে। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।
ডাউডেন জানিয়েছেন, এ বছরের শেষ থেকেই টেলিকম অপারেটররা আর হুয়াওয়ের কাছ থেকে যন্ত্রাংশ কিনতে পারবে না। তিনি বলেন, হুয়াওয়ের যন্ত্রাংশ যুক্তরাজ্যের ৫জি নেটওয়ার্ক থেকে ২০২৭ সালের মধ্যে সরাতে প্রতিশ্রুতবদ্ধ হওয়াটা “প্রয়োজন এবং দূরদর্শীতা”।
ডাউডেন অবশ্য স্বীকার করেছেন, এ কাজ করতে গিয়ে যুক্তরাজ্যে ৫জি আসতে আরও এক বছর সময় বেশি লাগবে এবং খরচ হবে দুইশ’ কোটি পাউন্ড।
হুয়াওয়েকে নেটওয়ার্ক অবকাঠামো থেকে সরাতে এনইসি, স্যামসাং এবং বিদ্যমান সেবাদাতা এরিকসন ও নোকিয়ার সঙ্গে কথা বলছে যুক্তরাজ্য সরকার।
তবে, এই পরিবর্তনের ব্যাপারে নিন্দা জানিয়েছে হুয়াওয়ে।
“এই হতাশজনক সিদ্ধান্ত যুক্তরাজ্যের প্রতিটি মোবাইল ফোন ব্যবহারকারীর জন্য দুঃসংবাদ। এটি ব্রিটেনকে ডিজিটাল ধীরগতির সরু পথের দিকে ঠেলে দিচ্ছে, বিল বাড়াচ্ছে এবং ডিজিটাল বিভক্তি গভীর করছে।”
“উপরে উঠার পরিবর্তে তারা নিচের দিকে নামছেন এবং আমরা তাদের পুনঃবিবেচনা করতে অনুরোধ করছি”। - এক বিবৃতিতে বলেছেন হুয়াওয়ে যুক্তরাজ্যের মুখপাত্র এডওয়ার্ড ব্রুস্টার।
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
-
আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন