বাফেটকে টপকে বিশ্বের সপ্তম ধনী এখন ইলন মাস্ক

সম্প্রতি টেসলার শেয়ার মূল্য রকেটের গতিতে বাড়তে থাকায় ব্যক্তিগত সম্পদের দিক থেকে কিংবদন্তী বিনিয়োগকারী ওয়ারেন বাফেটকে ছাড়িয়ে গেছেন ইলন মাস্ক। বিশ্বের সপ্তম ধনী ব্যক্তি এখন টেসলা প্রধান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 01:53 PM
Updated : 14 July 2020, 01:53 PM

শুক্রবারই বাফেটকে ছাড়িয়ে গেছেন মাস্ক। ওই দিনই রেকর্ড মূল্যে পৌঁছেছে টেসলার শেয়ার। এতে মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ৫০ কোটি মার্কিন ডলার, যা বাফেটের চেয়ে প্রায় একশ’ কোটি ডলার বেশি-- খবর সিএনবিসি’র।

সোমবারও শেয়ার বাজারে নতুন রেকর্ড গড়েছে টেসলা। সকালে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বেড়েছে ১২ শতাংশ। এতে টেসলার বাজার মূল্য দাঁড়িয়েছে সাড়ে ৩২ হাজার কোটি মার্কিন ডলার।

বাজার মূল্যের দিক থেকে এখন দশম মার্কিন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটি।

বিনিয়োগকারীদের বিশ্বাস এবার টানা চতুর্থ প্রান্তিকে লাভের খাতের নাম উঠবে টেসলার। ২২ জুলাই চলতি অর্থবছরের আয়ের হিসাব প্রকাশ করেই এই সাফল্য পেতে পারে প্রতিষ্ঠানটি। ফলে এসঅ্যান্ডপি ৫০০-এও নাম উঠতে পারে টেসলার।

মার্কিন শেয়ার বাজারের বড় পাঁচশ’টি প্রতিষ্ঠানের শেয়ারের তারতম্য পর্যবেক্ষণ করে এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স।

চলতি বছর টেসলার শেয়ার মূল্য বেড়েছে তিনশ’ শতাংশের বেশি।