ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো টুইচ

দুই সপ্তাহ পরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিলো টুইচ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 12:45 PM
Updated : 14 July 2020, 12:46 PM

মেক্সিকান অভিবাসীদের নিয়ে দুটি স্ট্রিমে বিতর্কিত মন্তব্য করার কারণে ওই অ্যাকাউন্টে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল ভিডিও শেয়ারিং সাইটটি।

এমন আচরণের শাস্তি হিসেবে ঠিক কী কারণে দুই সপ্তাহের নিষেধাজ্ঞাকে যথাযথ বলে মনে করছে টুইচ, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি টুইচ মুখপাত্র। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

মেক্সিকান অভিবাসীদের নিয়ে দুটি স্ট্রিমে নেতিবাচক মন্তব্য করায় টুইচ জানিয়েছিল, প্ল্যাটফর্মের “বিদ্বেষমূলক কর্মকাণ্ড এবং হয়রানি নীতিমালা” ভেঙেছে ট্রাম্পের অ্যাকাউন্ট।

ভিডিও শেয়ারিং সাইটটি আরও বলেছিল, “টুইচে বিদ্বেষমূলক কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। স্ট্রিমে কিছু মন্তব্য করার জন্য আমাদের নীতিমালা মেনে টুইচ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে”।

টুইচ যেদিন ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল, সেদিন ইন্টারনেটের প্রথম পাতা খ্যাত প্ল্যাটফর্ম রেডিটও ট্রাম্পের সাবরেডিট মুছে দিয়েছিল।