জুন মাসে চীনে স্মার্টফোন সরবরাহ কমেছে ১৬ শতাংশ

করোনাভাইরাস মহামারী কাটিয়ে উঠলেও স্মার্টফোনে চাহিদা এখনও কম চীনে। গত বছরের চেয়ে চলতি বছরের জুন মাসে দেশটিতে স্মার্টফোন সরবরাহ কমেছে ১৬ শতাংশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 02:55 PM
Updated : 13 July 2020, 02:55 PM

করোনাভাইরাস মহামারীর প্রভাব পড়েছে অ্যাপল এবং হুয়াওয়ের মতো স্থানীয় প্রতিষ্ঠানগুলোর ওপর।

চীনের রাষ্ট্র সমর্থিত বিশ্লেষণা প্রতিষ্ঠান চায়না অ্যাকাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি) জানিয়েছে, চলতি বছর জুন মাসে দুই কোটি ৭৭ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। গত বছর জুন মাসে স্মার্টফোন সরবরাহ হয়েছিলো তিন কোটি ২৭ লাখ।

চলতি বছর মে মাসেও আগের বছরের চেয়ে স্মার্টফোন সরবরাহ ১০ শতাংশ কমেছে দেশটিতে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসার পর এপ্রিল মাসে অপ্রত্যাশিতভাবে চীনে স্মার্টফোন সরবরাহ ১৭ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সিএআইসিটি।

এপ্রিল মাসে সরবরাহ বাড়ার কারণে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছিলো চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এর আগে কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানগুলোর স্মার্টফোন বিক্রি বৃদ্ধির হার ক্রমশ কমছিলো দেশটিতে।

করোনাভাইরাস মহামারীর পর অল্প কিছু দেশে খুচরা বিক্রয় কেন্দ্রগুলো পুনরায় পুরোপুরি খুলেছে, এর মধ্যে একটি চীন।