বাতিল গেইম সম্মেলন নিয়েই গেইম বানালো ‘ডেভোলভার’

করোনাভাইরাস মহামারীর মুখে বাতিল হয় গেছে ই৩ সহ প্রতিটি ‘ইন-পারসন’ গেইমিং এক্সপো। গেইমারদের এ শূণ্যতা পূরণে এরই মধ্যে স্টিমে নতুন গেইম নিয়ে এসেছে গেইম নির্মাতা ‘ডেভোলভার ডিজিটাল’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 11:00 AM
Updated : 12 July 2020, 11:00 AM

তাদের তৈরি ‘ডেভোলভার এক্সপো’ গেইমটিতে গেইমারকে কড়া নিরাপত্তা এড়িয়ে ঢুকতে হবে বাতিল হয়ে যাওয়া এক গেইমিং সম্মেলনে। পুরো গেইমটিকেই আসন্ন গেইম শ্যাডো ওয়ারিয়র ৩ এবং ক্যারিয়নের মতো গেইমের প্লাগ হিসেবে তৈরি করেছে প্রতিষ্ঠানটি। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

তবে, প্লাগের হিসেব বাদ দিলেও এটিকে পুরোদস্তুর গেইম বলা চলে। কারণ ‘ভিডিও দেখা ও গোপন কথা শোনা’র মতো লক্ষ্য পূরণে গেইমারকে “উন্নত নিরাপত্তা সিস্টেম” পার করতে হবে এতে। এমনিতে গেইমটি ‘সহিংস’ নয়। তবে, গেইমের ভেতরে যে ভিডিও থাকবে, তা শিশুদের উপযোগী নয় বলেই জানিয়েছে এনগ্যাজেট।

নিজেদের গেইমটিকে “বিপণন সিমুলেটর” বলছে ডেভোলভার। এনগ্যাজেট মন্তব্য করেছে, গেইমটির মাধ্যমে অন্তত খানিকটা হলেও গেইমিং সম্মেলনের স্বাদ পাওয়া সম্ভব হবে।

করোনাভাইরাসের এ বাস্তবতায় ভিডিও আয়োজনের মধ্য দিয়ে স্টিমে ছাড়া হয়েছে বিনামূল্যের এ গেইমটি।