রাশিয়ায় সাইবার আক্রমণের খবর জানালেন ট্রাম্প!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2020 03:28 PM BdST Updated: 12 Jul 2020 03:28 PM BdST
-
ছবি: রয়টার্স
সাধারণত নিজেদের সাইবার আক্রমণের ব্যাপারে গোপনীয়তা অবলম্বন করে যুক্তরাষ্ট্র, আর রাশিয়ার ব্যাপারে তো মুখ খুলতেই চায় না। কিন্তু এবার সে ধারা ভেঙে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সাইবার আক্রমণের খবর জানিয়েছেন ট্রাম্প। নিশ্চিত করেছেন তার নির্দেশেই রাশিয়ায় সাইবার আক্রমণ চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের মধ্যবর্তীকালীন নির্বাচনের দিন থেকে শুরু হয়েছিল ওই আক্রমণ। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।
ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সিকে লক্ষ্য করে ওই সাইবার হামলা চালানো হয়। “দেখুন, আমরা তাদের (রাশিয়া) আটকে দিতে পেরেছিলাম” – পদক্ষেপটিকে কার্যকর হিসেবে অভিহিত করে বলেছেন ট্রাম্প।
সাইবার আক্রমণের মূল লক্ষ্য ছিল মধ্যবর্তী নির্বাচনী ফলাফলে রাশিয়ান হস্তক্ষেপ হতে না দেওয়া।
ট্রাম্প আরও দাবি করেছেন, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ প্রশ্নে “কিছুই বলেননি” সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট বলছে, ডনাল্ড ট্রাম্পের ওই দাবি আদৌ সত্য নয়, ডেমোক্রেটদের লক্ষ্য করার জন্য ২০১৬ সালের অক্টোবরে প্রকাশ্যে রাশিয়ার সমালোচনা করেছেন ওবামা এবং ডিসেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তিনি।
ওই সময়ের একাধিক প্রতিবেদন জানিয়েছিল, আমেরিকান নির্বাচন প্রক্রিয়ায় সাইবার প্রভাব রাখার দায়ে রাশিয়ার বিরুদ্ধে গোপন সাইবার অপারেশেন শুরু করেছেন ওবামা।
সাইবার আক্রমণের খবর নিশ্চিত করে ফের আরেকবার নিজ বক্তব্য থেকে সরে এলেন ট্রাম্প। এর আগে তিনি জানিয়েছিলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার আক্রমণ বন্ধ করেছে। এ ছাড়াও ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেননি বলে ভ্লাদিমির পুতিন যে বিবৃতি দিয়েছিলেন, তাতে সমর্থন দেন ট্রাম্প।
ট্রাম্পের বক্তব্যে রাশিয়া ঠিক কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে তা এখনেই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ