হং কংয়ে সেবা বন্ধ করলো টিকটক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2020 06:50 PM BdST Updated: 10 Jul 2020 06:50 PM BdST
-
ছবি: রয়টার্স
ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে হং কংয়ে সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে ক্ষুদ্র-ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।
টিকটকের এমন পদক্ষেপের বিষয়ে অবশ্য ইঙ্গিত এসেছিল চলতি সপ্তাহের শুরুতেই। হং কংয়ের ওপর চীনের নতুন নিরাপত্তা আইন প্রয়োগের পরই ওই ইঙ্গিত দিয়েছিল প্রতিষ্ঠানটি -- খবর বিবিসি’র।
চীনের নতুন আইনের কারণে বিশেষ সায়ত্বশাসিত হং কংয়ের স্বাধীনতা সীমিত হয়েছে। উদ্বেগ তৈরি হয়েছে সামাজিক মাধ্যমগুলোর ওপর কর্তৃপক্ষের নজরদারী বাড়ানো নিয়েও।
হং কংয়ের পরিস্থিতি নতুনভাবে পর্যালোচনা করছে ফেইসবুক এবং টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলোও।
টিকটক চীনা কর্তৃপক্ষের কাছে গ্রাহকের ডেটা শেয়ার করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে অনেক দেশ। এ কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমালোচনার মুখেও পড়েছে অ্যাপটি।
চীনের মূল ভূখণ্ডের বাইরের দেশগুলোর জন্য টিকটক অ্যাপটি চালু করেছে মালিক প্রতিষ্ঠান বেইজিংভিত্তিক বাইটড্যান্স। তবে, চীনে টিকটক ব্যবহার করা যায় না এবং চীনের ব্যবহারকারীদের জন্য টিকটকের ভিন্ন একটি সংস্করণ রয়েছে।
শুক্রবার অ্যাপটির এক মুখপাত্র বলেন, নতুন ব্যবসায়িক কাঠামোর আওতায় আসতে পারে টিকটক।
ইমেইল বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, “যেহেতু আমরা সামনে এগোতে সবচেয়ে ভালো পথটি বেছে নিতে চাচ্ছি, তাই টিকটক ব্যবসার বাণিজ্যিক কাঠামোয় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে বাইটড্যান্স।”
চীনা কর্তৃপক্ষের সঙ্গে টিকটক গ্রাহকের ডেটা শেয়ার করবে না বাইটড্যান্স, এর আগে এমন অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। পুনরায় একই অঙ্গীকারের কথা বলেছেন ওই মুখপাত্র।
“চীনা সরকারকে আমরা কখনোই ডেটা দেইনি, অনুরোধ করলেও এমনটা করবো না,”-- বলেন টিকটক মুখপাত্র।
বিশ্বজুড়ে লকডাউন চলাকালীন জনপ্রিয়তা অনেক বেড়েছে টিকটকের। সেন্সর টাওয়ারের তথ্যমতে, এ বছরের প্রথম তিন মাসে অ্যাপটি ডাউনলোড করেছেন প্রায় সাড়ে ৩১ কোটি গ্রাহক।
-
যুক্তরাষ্ট্রে 'হেলিকপ্টার কেন উড়ছে', জানাবে অ্যাপ
-
বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে বাংলাদেশ
-
সারফেস ডুয়ো ২, উন্নত ক্যামেরা, ৫জি: সত্যি?
-
চেহারা স্ক্যান করায় ফেইসবুকের খেসারত ৬৫ কোটি ডলার
-
অ্যাপের ‘অনাচার’ বন্ধ করতে প্রযুক্তি বানাচ্ছে চীন
-
কয়েক বছরেই অ্যাপে বার্ষিক খরচ হবে ২৭ হাজার কোটি ডলার
-
কেন আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েডই বেশি পছন্দ গেটসের?
-
এ বছরই বৈদ্যুতিক গাড়ি বানানোর লক্ষ্য হুয়াওয়ের
সর্বাধিক পঠিত
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি