কেনিয়ায় ৪জি ইন্টারনেট সেবা দেবে গুগলের বেলুন

কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে বেলুনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে নতুন প্রকল্প শুরু করেছে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান লুন। ৪জি কাভারেজের মাধ্যমে ভয়েস, ভিডিও কল, ওয়েব ব্রাউজিং, ইমেইল, টেক্সট এবং ভিডিও স্ট্রিমিং করতে পারবেন গ্রাহক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 02:02 PM
Updated : 8 July 2020, 02:02 PM

দুই বছর আগে গুগল এই প্রকল্পের ঘোষণা দিলেও কিছু দিন আগেই এতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেনিয়া সরকার।

করোনাভাইরাস মহামারীতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে প্রকল্পের গতি বাড়িয়েছে লুন-- খবর বিবিসি’র।

৩৫ হাজার গ্রাহক নিয়ে ৪জি বেলুন ইন্টারনেট সেবা পরীক্ষা করেছে লুন। প্রাথমিক পর্যায়ে ৫০ হাজার বর্গকিলোমিটার এলাকায় ইন্টারনেট সেবা দেবে প্রতিষ্ঠানের বেলুনগুলো।

লুনের নতুন এই প্রকল্পে সৌর শক্তিচালিত ৩৫টি বেলুন পূর্ব আফ্রিকার ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারে ভেসে বেড়াবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ওড়ানোর পর বাতাসের প্রবাহ কাজে লাগিয়ে কেনিয়ায় পৌঁছেছে বেলুনগুলো।

বেলুন ইন্টারনেটের পরীক্ষায় ডাউনলোড গতি ১৮.৯ এমবিপিএস এবং আপলোড গতি ৪.৭ এমবিপিএস পেয়েছে লুন।

বাণিজ্যিক সেবা দিতে ২০১৮ সালে টেলকম কেনিয়ার সঙ্গে জোটবদ্ধ হয়েছে লুন।

লুন প্রধান অ্যালিস্টার ওয়েস্টগার্থ বলেন, “লুন, টেলকম এবং সরকারের মধ্যে কয়েক বছরের পরিশ্রম এবং সহযোগিতার ফলাফল এই প্রকল্প।”

টেলকমের প্রধান নির্বাহী মুগো কিবাতি বলেন, “আফ্রিকা অঞ্চলে ইন্টারনেট সেবার জন্য এটি একটি মাইলফলক।”

“ইন্টারনেট বেলুনগুলো অনেক কেনিয়াবাসীকে সংযুক্ত করবে, যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন, যারা আংশিক বা পুরোপুরি বঞ্চিত,” যোগ করেন কিবাতি।

অন্যান্য আফ্রিকান দেশে এই বেলুন প্রকল্প আরও বেশি কার্যকর হবে বলেও মনে করছেন কিছু সমালোচক। কারণ, কেনিয়ার চার কোটি ৮০ লাখ বাসিন্দার মধ্যে তিন কোটি ৯০ লাখ ইতোমধ্যেই অনলাইনে রয়েছে।

এর আগে পেরুতে ভূমিকম্পের ঘটনার সময় এই বেলুন ইন্টারনেট ব্যবহার করেছে লুন।