শুরু হলো ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডে’র নিবন্ধন পর্ব

শুরু হলো বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের নিবন্ধন পর্ব। দেশে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন এ বছর পাঁচটি বিভাগে সম্মাননা দেবে। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 08:33 AM
Updated : 8 July 2020, 08:33 AM

যে বিভাগগুলোয় বেসিস এ বছর পুরস্কার দেবে সেগুলো হচ্ছে- শীর্ষ আউটসোর্সিং কোম্পানি, স্টার্টআপ কোম্পানি, এক্সপোর্ট এক্সিলেন্স কোম্পানি, একক (অঞ্চল ভেদে) এবং নারী আউটসোর্সিং পেশাদার শ্রেণিতে।

আগ্রহীরা চাইলে বেসিসের আউটসোর্সিং পুরষ্কারের ওয়েবসাইটে গিয়ে অ্যাওয়ার্ড বিভাগ থেকে নিবন্ধন করতে পারবেন। এ মাসের ১৫ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

যাদের প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার/তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট সেবা (আইটিইএস) রপ্তানী করে আসছেন, তাদেরকে নিবন্ধনে আহবান জানিয়েছে বেসিস।