জর্জ ফ্লয়েড: ‘মাস্টার’, ‘স্লেভ’ ও ‘ব্ল্যাকলিস্ট’ বাদ দিচ্ছে টুইটার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2020 01:44 PM BdST Updated: 04 Jul 2020 01:44 PM BdST
-
ছবি: রয়টার্স
এবার ‘মাস্টার’, ‘স্লেভ’ ও ‘ব্ল্যাকলিস্ট’-এর মতো শব্দগুলো বাদ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এর আগে একই কাজ করার কথা জানিয়েছিল গিটহাব। এ শব্দগুলো ‘প্রোগ্রামিং কোড’ হিসেবে ব্যবহার হয়ে থাকে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দশকের পর দশক ধরে ব্যবহৃত এ ধরনের শব্দ বদলে ফেলা একদিকে যেমন সময়সাপেক্ষ, অন্যদিকে এতে খরচও অনেক বেশি, লাখ লাখ ডলার।
প্রোগ্রামিংয়ের ভাষায় ‘মাস্টার’ বলতে কোডের মূল সংস্করণকে বুঝায় যা ‘স্লেভ’ বা অনুলিপি সংস্করণকে নিয়ন্ত্রণ করে। আর ‘ব্ল্যাকলিস্ট’ বলতে সাধারণত নিষিদ্ধ নামের তালিকাকে বোঝায়।
বৃহস্পতিবার এ ধরনের শব্দ থেকে সরে আসার ব্যাপারে জানিয়েছে টুইটারের প্রকৌশল বিভাগ। বাদের তালিকায় পড়া শব্দগুচ্ছও টুইটে জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘মাস্টার/স্লেভ’ বদলে গিয়ে হবে ‘লিডার/ফলোয়ার’, আর হোয়াইটলিস্টকে করা হবে ‘অ্যালাওলিস্ট’।
গত মাসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পুরোনো কোডিং শব্দ বাদ দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছিল মার্কিন ব্যাংক জেপি মরগান। মাইক্রোসফটের গিটহাব-ও ‘মাস্টার’ শব্দটি বদলে দেওয়ার খবর জানিয়েছে। প্ল্যাটফর্মটি পাঁচ কোটি ডেভেলপার কোডিং প্রকল্প সংরক্ষণ এবং আপডেটে ব্যবহার করে।
গুগল ক্রোমিয়াম ওয়েব ব্রাউজার প্রকল্প এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডেভেলপারদেরকে ‘ব্ল্যাকলিস্ট’ ও ‘হোয়াইটলিস্ট’ –এর মতো শব্দ ব্যবহার এড়াতে উৎসাহিত করেছে।
বৈশ্বিক ব্র্যান্ডগুলো নিজেদের পণ্যের লোগো বা নাম থেকে-ও বর্ণবাদী শব্দ সরাচ্ছে। সামাজিক মাধ্যমও রয়েছে চাপের মুখে। বিদ্বেষমূলক বক্তব্য ঠোকাতে ফেইসবুক যাতে যথাযথ পদক্ষেপ নেয়, সে লক্ষ্যে চলছে বিজ্ঞাপন বয়কট ক্যাম্পেইন।
এরই মধ্যে ওই বিজ্ঞাপন বয়কট ক্যাম্পেইনে নাম লিখিয়েছে ফোর্ড, অ্যাডিডাস, কোকা-কোলা, ইউনিলিভার, স্টারবাকসের মতো প্রতিষ্ঠান।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- লিটনের পর সাকিবের বিদায়ে বিপদে বাংলাদেশ
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল