চীনে পাঁচ পর্দার ম্যাকবুক প্রো’র পেটেন্ট পেল অ্যাপল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2020 07:44 PM BdST Updated: 03 Jul 2020 07:44 PM BdST
-
ছবি- অ্যাপল
পাঁচ পর্দার নতুন ধাঁচের ম্যাকবুক প্রো ডিভাইস নিয়ে কাজ করছে অ্যাপল, এমনটাই ইঙ্গিত দিচ্ছে প্রতিষ্ঠানের নতুন পেটেন্ট।
চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস ৩০ জুন অ্যাপলের নতুন এই পেটেন্টের অনুমোদন দিয়েছে। এবার কিছু ছবিসহ প্রকাশ পেয়েছে পেটেন্টটি।
অ্যাপল নতুন এই প্রযুক্তির নাম বলছে ‘ডায়নামিক ডিসপ্লে ইন্টারফেইস’। মূল একটি পর্দার সঙ্গে ছোট চারটি বাড়তি পর্দা থাকতে পারে এতে-- খবর আইএএনএস-এর।
ম্যাকবুক প্রো’র বর্তমান মডেলে মূল একটি পর্দার সঙ্গে একটি টাচ বার রয়েছে। এবারে এর সঙ্গে আরও তিনটি পর্দা অ্যাপল যোগ করতে পারে বলে ধারণা দিচ্ছে এই পেটেন্ট।
পেটেন্টের সঙ্গে থাকা খসড়া নকশায় দেখা গেছে, টাচ বারের মতো ভিন্ন ভিন্ন ভূমিকা থাকবে বাড়তি পর্দাগুলোর। ল্যাপটপের মূল অংশ হিসেবে একটি কিবোর্ড এবং লাইট-ট্রান্সমিটিং কাভারের বর্ণনা রয়েছে পেটেন্টে।
পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ এবং ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো এবং মিনি-এলইডি পর্দার কয়েকটি ম্যাকবুক মডেল উন্মোচনের পরিকল্পনা করছে অ্যাপল।
নতুন ম্যাকবুকের ৫জি অ্যান্টেনা বোর্ডের জন্য সিরামিক উপাদান ব্যবহারের কথাও বিবেচনা করছে অ্যাপল। ধাতব উপাদানের ৫জি বোর্ডের চেয়ে সিরামিক মোর্ডের দাম ছয় গুণ বেশি।
সিরামিক উপাদানের কারণে সেলুলার ডেটা আদান প্রদানের গতি অনেক বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে