মার্কিন কংগ্রেসে চার প্রযুক্তি জায়ান্ট প্রধানের হাজিরা এ মাসেই

চলতি মাসের শেষ নাগাদ মার্কিন কংগ্রেসে জবাবদিহিতার মুখোমুখি হবেন চার প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধান, এমনটাই জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই সূত্র।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 11:39 AM
Updated : 2 July 2020, 11:39 AM

অ্যামাজন, ফেইসবুক, গুগল এবং অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তিগত প্রতিযোগিতার বিষয়ে তদন্ত শুরু করেছে হাউস অফ রিপ্রেজেনটেটিভস জুডিশিয়ারি কমিটির অ্যান্টিট্রাস্ট প্যানেল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওই তদন্তের অংশ হিসেবেই মার্কিন কংগ্রেসের জবাবদিহিতায় অংশ নেবেন অ্যামাজন প্রধান জেফ বেজোস, ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ, গুগল প্রধান সুন্দার পিচাই এবং অ্যাপল প্রধান টিম কুক।

জবাবদিহিতার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি চার প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানের কেউই।

এক সূত্র বলেন, ২৭ জুলাই নাগাদ শুনানি হতে পারে এবং অন্তত কিছু সাক্ষী ও আইনপ্রণেতা ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হবেন। চার প্রযুক্তি জায়ান্ট প্রধান পুরো কমিটির মুখামুখি হবেন না কি অ্যান্টিট্রাস্ট সাবকমিটির কাছে হাজিরা দেবেন, তা এখনও স্পষ্ট নয় বলেও জানিয়েছেন ওই দুই সূত্র।

হাউস জুডিশিয়ারি কমিটি প্যানেলের করা এই তদন্তের প্রতিবেদন কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ পাওয়ার কথা রয়েছে।