সিনা ওয়েইবো অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন নরেন্দ্র মোদী

ভারতীয় দূতাবাসের অনুরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিনা ওয়েইবো অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে। ২০১৫ সালে চীন সফরের সময় অ্যাকাউন্টটি খুলেছিলেন মোদী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 08:26 AM
Updated : 2 July 2020, 08:26 AM

রয়টার্স এক প্রতিবেদনে বলছে, সিনা ওয়েইবো চীনের মাইক্রোব্লগিং সাইট, অনেকটা টুইটারের মতো। মোদীর সিনা ওয়েইবো অ্যাকাউন্টে মোট পোস্ট ছিল প্রায় একশ' এবং তার অনুসারী সংখ্যা ছিল দুই লাখ। এ বিষয়ে বেইজিংয়ের ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বুধবার মোদীর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার খবর নিশ্চিত করেছে সিনা ওয়েইবো। এর একদিন আগেই টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।

চীনের নেতারা সামাজিক মাধ্যম খুব একটা ব্যবহার করেন না। ফেইসবুক ও টুইটারের মতো বিদেশী প্ল্যাটফর্মও চীনে ব্লক করে রাখা।