কপিরাইট লঙ্ঘন: এবার ট্রাম্পের মিম মুছে দিলো টুইটার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2020 01:07 PM BdST Updated: 02 Jul 2020 01:09 PM BdST
-
ছবি: রয়টার্স
নিজের ছবি দিয়ে তৈরি মিম শেয়ার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু ছবিটির স্বত্ত্বাধিকারী নিউ ইয়র্ক টাইমস বিষয়টি নিয়ে আপত্তি জানানোয় ওই মিম মুছে দিয়েছে টুইটার।
রয়টার্সের প্রতিবেদন বলছে, জুনের ৩০ তারিখ ট্রাম্পের শেয়ার করা ওই মিমে লেখা ছিল, “তারা আমার পেছনে নয়, আপনার পেছনে লেগেছে। আমি শুধু মাঝখানে দাঁড়িয়ে আছি”। লেখার পেছনে থাকা ছবিটি ২০১৫ সালের সেপ্টেম্বরে এক ফিচার নিবন্ধের জন্য তুলেছিলেন প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের আলোকচিত্রী।
এভাবে অনুমতি ছাড়া ছবি ব্যবহারের জন্য টুইটারে অভিযোগ জানায় নিউ ইয়র্ক টাইমস। ওই অভিযোগে সাড়া দিয়ে ছবিটি মুছে দেয় টুইটার। ওখানে টুইটার লিখে রেখেছে, “স্বত্ত্বাধিকারীর অভিযোগে এই ছবিটি মুছে দেওয়া হয়েছে”।
লুমেন ডেটাবেজের নোটিশ বলছে, টুইটার নিউ ইয়র্ক টাইমসের কাছ থেকে ‘ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্টে’ অভিযোগ পেয়েছিল।
উল্লেখ্য, লুমেন ডেটাবেইজ অনলাইন কনটেন্ট মুছে দেওয়ার অনুরোধ এবং আইনি অভিযোগ সংগ্রহ ও বিশ্লেষণের কাজটি করে লুমেন ডেটাবেইজ।
ট্রাম্পের টুইটে মে মাস থেকে চ্যালেঞ্জ জানানো শুরু করেছে টুইটার। ভিন্ন ভিন্ন টুইট নিয়ে ট্রাম্পের সঙ্গে বিতণ্ডতায় জড়িয়ে পড়েছে মাইক্রোব্লগিং সাইটটি। ট্রাম্পও বসে নেই। এরই মধ্যে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের লক্ষ্যে এক নির্বাহী আাদেশে স্বাক্ষর করেছেন তিনি।
এরপরও সমস্যার সমাধান হয়নি। মার্কিন পুলিশি নিপীড়নে মৃত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডকে নিয়ে বানানো ট্রাম্পের ক্যাম্পেইন ভিডিও মুছে দিয়েছিল টুইটার।
সাম্প্রতিক এই ঘটনা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি টুইটার এবং নিউ ইয়র্ক টাইমস।
— Donald J. Trump (@realDonaldTrump) June 30, 2020
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
-
হ্যাকারদের সঙ্গে যুদ্ধ চলছে: কোস্টা রিকার প্রেসিডেন্ট
-
রাশিয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে গুগল
-
নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চীনে বিটকয়েন মাইনিং চলছেই
-
মেটাভার্সে বিশাল বিপ্লবের জন্য ‘তৈরি হচ্ছে’ সনি
-
ছাড় পাচ্ছেন না মাস্ক, সমঝোতা কার্যকরে চাপ দেবে টুইটার
-
ইউটিউব বা নেট বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই রাশিয়ার
-
অনলাইন গুপ্তচর শনাক্তে নতুন ব্রিটিশ অ্যাপ
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
-
হ্যাকারদের সঙ্গে যুদ্ধ চলছে: কোস্টা রিকার প্রেসিডেন্ট
-
রাশিয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে গুগল
-
নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চীনে বিটকয়েন মাইনিং চলছেই
-
মেটাভার্সে বিশাল বিপ্লবের জন্য ‘তৈরি হচ্ছে’ সনি
-
ছাড় পাচ্ছেন না মাস্ক, সমঝোতা কার্যকরে চাপ দেবে টুইটার
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর