রবলক্স গেইমে হ্যাকিং, প্রচারণা চলছে ট্রাম্পের
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2020 11:19 PM BdST Updated: 30 Jun 2020 11:19 PM BdST
-
ছবি- রবলক্স
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের সমর্থনে প্রচারণা চালাতে এবার অনলাইন মাল্টিপ্লেয়ার গেইম রবলক্সকে লক্ষ্য বানিয়েছে হ্যাকাররা। গেইমে গ্রাহকের প্রোফাইলের দখল নিয়ে চলছে ট্রাম্পের প্রচারণা।
প্রোফাইল হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে দাবি করেছেন অনেক গেইমার। এতে বার্তা ঝুলছে “আপনার বাবা-মাকে বলুন এবছর ট্রাম্পকে ভোট দিতে!” এবং “এমএজিএ২০২০” যার পূর্ণরূপ ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’-- খবর বিবিসি’র।
বিশ্বজুড়ে ১০ কোটির বেশি গ্রাহক রয়েছে রবলক্সের। নয় থেকে ১৪ বছরের শিশুদেরকে লক্ষ্য করে গেইমটির প্রচারণা করেছে নির্মাতা প্রতিষ্ঠান।
অনেক গেইমার অভিযোগ করেছেন যে, হ্যাকিংয়ের শিকার হওয়া প্রোফাইল থেকে বন্ধুদেরকে বার্তা পাঠানো হয়েছে। নভেম্বরের ভোটে ট্রাম্পকে সমর্থন দিতে বলছে ওই বার্তাগুলো।
হ্যাকিংয়ের শিকার প্রোফাইলের অ্যাভাটরগুলোকে গেইমের বিভিন্ন অ্যাকসেসরির মাধ্যমে এমনভাবে সাজিয়েছে হ্যাকাররা, যা দেখতে ট্রাম্পের সমর্থক মনে হচ্ছে।
প্রতিবেদন প্রকাশের সময় এক হাজারের বেশি রবলক্স প্রোফাইলে “আপনার বাবা-মাকে বলুন এবছর ট্রাম্পকে ভোট দিতে!” এই বার্তাটি ছিলো।
সংবাদ সাইট ব্লিপিং কম্পিউটারকে কিছু গেইমার বলেছেন, এখনও তারা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন এবং নিজেদের প্রোফাইল বদলে আগের মতো করতে পারছেন।
টুইটারে এক গেইমার বলেন, “আমার রবলক্স অ্যাকাউন্টে প্রবেশ করেছে হ্যাকার এবং ট্রাম্পকে ভোট দিতে আমার বন্ধুকে বার্তা দিয়েছে।”
আরেকজন গেইমার বলেন, “এটি আমার অ্যাভাটার কেনো? আমি এমনকি মার্কিনীও নই।”
হ্যাকিংয়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রবলক্স।
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
-
মাস্কের ইমেজের আঁচড় লাগছে টেসলার গায়ে
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ