অনলাইনে অনুষ্ঠিত হলো ‘রোবোটিক্স’ প্রশিক্ষণ

সোমবার অনলাইনে দিনব্যাপী রোবোটিক্স প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছিল উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2020, 05:08 PM
Updated : 30 June 2020, 05:08 PM

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের iDEA প্রকল্পের ‘এডুকেশন ফর নেশন’-এর আওতায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় প্রশিক্ষণ কর্মকাণ্ড। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।

অনুষ্ঠানে জিয়াউল আলম বলেন, “স্বাভাবিক সময়ের প্রশিক্ষণের থেকে অনলাইনে প্রশিক্ষণ পদ্ধতি অনেকটা বেশি ইন্টারঅ্যাকটিভ হতে দেখা যাচ্ছে। বর্তমান যুগে ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের চাহিদা ও মূল্য বেড়েছে। তাই ফ্রন্টিয়ার টেকনোলজির উপর অবশ্যই আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।”

প্রশিক্ষণটিতে রিসোর্স পারসন হিসেব সংযুক্ত হয়েছিলেন তিন জন পেশাদার। সবার জন্য পুরো আয়োজনটি ‘স্টার্টআপ বাংলাদেশ’-এর অফিশিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়েছে। দিনব্যাপী প্রশিক্ষণটিতে অংশ নিয়েছিলেন খুলনা বিভাগের ৫০ জনেরও বেশি শিক্ষার্থী।