রোবোটিকস বিষয়ে প্রশিক্ষণ দেবে আইসিটি বিভাগ

রোবোটিকস বিষয়ে একটি অনলাইন প্রশিক্ষণের আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)”।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 01:23 PM
Updated : 28 June 2020, 01:23 PM

আইসিটি বিভাগ জানিয়েছে, আইডিইএ প্রকল্পের “এডুকেশন ফর নেশন”-এর আওতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সোমবার সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ শুরু হবে।

সোমবার, ২৯ জুন সকাল ১০টা থেকে “স্টার্টআপ বাংলাদেশ” এর অফিসিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করবে।

খুলনা বিভাগের ৫০ জনের বেশি প্রশিক্ষণার্থী অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই প্রশিক্ষণে অংশ নেবেন। দিনব্যাপী এই প্রশিক্ষণের বিষয়বস্তু হিসেবে থাকবে এক্সপেরিমেন্টাল রোবোটিকস, রোবোটিকস ও অটোমেশনের লার্নিং চ্যালেঞ্জ এবং রোবোটিকস প্রযুক্তির ভবিষ্যত।

অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন আইডিইএ প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক।