‘৫জি করোনা’ টুইটের ‘ফ্যাক্ট-চেক’ ঠিক করবে টুইটার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2020 04:43 PM BdST Updated: 28 Jun 2020 04:43 PM BdST
-
ছবি: রয়টার্স
একই টুইটে ৫জি এবং করোনা শব্দ দুটি থাকলেই ‘ফ্যাক্ট-চেক’ লেবেল সেঁটে দিচ্ছিল টুইটার। এবার সে প্রক্রিয়া আরও ‘উন্নত’ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি, আর এর অংশ হিসেবে এই শব্দজোড়ায় আগামীতে আর ফ্যাক্ট-চেক লেবেল জুড়বে না প্রতিষ্ঠানটি।
এতোদিন গণ হারে লেবেল সাঁটিয়ে দিচ্ছিল টুইটার। টুইট নির্ভুল হলেও ফ্যাক্ট-চেক লেবেল জুড়ে যাচ্ছিল টুইটের সঙ্গে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন টুইটার ব্যবহারকারীরা। ৫জি ও করোনা শব্দ দুটি থাকলেই লেবেল জুড়ে দেওয়ার কারণে ‘সত্যতা যাচাইকরণের’ গুরুত্বও কমে যাচ্ছে -- মন্তব্য করেছে এনগ্যাজেট।
“উন্নত” প্রক্রিয়ায় ফ্যাক্ট-চেক লেবেল দিতে “নতুন স্বয়ংক্রিয় সক্ষমতা” তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তবে, কবে নাগাদ পুরো প্রক্রিয়ার প্রয়োগ চোখে পড়বে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এর আগে গণ হারে ‘ফ্যাক্ট-চেক’ লেবেল সাঁটানো প্রসঙ্গে এক বিবৃতিতে টুইটার বলেছিল, “লেবেল সাঁটানো এবং টুইটে সতর্কতা জুড়ে দেওয়া একটি পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া। ৫জি ও কোভিড-১৯ সম্পর্কিত ভ্রান্ত তথ্য ও বিতর্কিত দাবি বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ছে, সেজন্য আমরাও ওই ধরনের তথ্য দিয়ে টুইট লেবেল জুড়ে দেওয়াকে অগ্রাধিকার বলে মনে করেছি। আমাদের টিম এখন অন্যান্য ধরনের কনটেন্ট পর্যালোচনা করছে এবং অন্যান্য টুইটেও শীঘ্রই লেবেল যোগ করা হবে”।
সে সময়ই অবশ্য অনেকেই ধারণা করেছিলেন, ব্যবহারকারীরা এতে বিরক্তই হবেন।
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
-
মাস্কের ইমেজের আঁচড় লাগছে টেসলার গায়ে
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ