আইওএস ১৪-এর কল্যাণে ডেটা নেওয়া বন্ধ করল টিকটক

গোপনে ব্যবহারকারীদের ক্লিপবোর্ডের কনটেন্ট পড়তো টিকটক। কিন্তু আইওএস ১৪-এর নতুন ফিচারে ধরা পড়ার পর ওই কাজ বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2020, 04:32 PM
Updated : 27 June 2020, 04:32 PM

কোনো অ্যাপ ব্যবহারকারীর ক্লিপবোর্ড থেকে টেক্সটে প্রবেশাধিকার নিলে আইওএস ১৪-এর নতুন ফিচার তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। আর এ কাজ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে টিকটক। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

“হেই টিকটক-ইউএস, আমি তোমার কমেন্ট ঘরে কোনো অক্ষর টাইপ করলেই কেন তুমি তা আমার ক্লিপবোর্ড থেকে কপি করে নিচ্ছ? এরকম বড় ধরনের গোপনতা ধরিয়ে দেওয়ার জন্য আইওএস ১৪-কে সাধুবাদ।” – টুইটারে মন্তব্য করেছেন এক ব্যবহারকারী।

টিকটক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে, টেলিগ্রাফকে প্রতিষ্ঠানটির প্রতিনিধি বলেছেন, “পুনরাবৃত্তিমূলক, স্প্যামি আচরণ চিহ্নিত করে এমন এক ফিচারের” কারণে অ্যালার্ট পাচ্ছিলেন ব্যবহারকারী। প্রতিনিধি আরও বলেছেন, “আমরা এরইমধ্যে অ্যাপ স্টোরে আপডেটেড সংস্করণের একটি অ্যাপ জমা দিয়েছি যেটিতে জটিলতা সৃষ্টি হতে পারে এমন কোনো অ্যান্টি-স্প্যাম ফিচার নেই”।

তবে, প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড অ্যাপ আপডেট করবে কি না সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।