গ্রাহক তথ্য জোগাড়: ফেইসবুকের বিরুদ্ধে রায় জার্মানিতে

গ্রাহকের তথ্য জোগাড়ের ক্ষেত্রে তার স্পষ্ট সম্মতি নিতে হবে বলে মঙ্গলবার ফেইসবুকের বিরুদ্ধেই রায় দিয়েছে জার্মানির ফেডারেল কোর্ট অফ জাস্টিস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 04:12 PM
Updated : 25 June 2020, 04:12 PM

সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগেই এমন রায় দিয়েছে দেশটির অ্যান্টিট্রাস্ট নীতির্ধারক সংস্থা। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে এবারে অ্যান্টিট্রাস্ট নীতির্ধারক সংস্থার পক্ষেই রায় দিয়েছে দেশটির ফেডারেল আদালত।

গ্রাহকের তথ্য জোগাড় করতে ফেইসবুক বাজারে নিজের প্রভাবশালী অবস্থানকে কাজে লাগাচ্ছে বলে জানতে পেরেছে দেশটির শীর্ষ আদালত-- খবর আইএএনএস-এর।

রায়ে আদালত বলছে, “জার্মান বাজারে ফেইসবুকের প্রভাবশালী অবস্থান বা ফেইসবুকের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার নিয়ে কোনো সন্দেহ নেই, যা কার্টেল অফিসের শর্ত মোতাবেক নিষিদ্ধ।”

ডেটা জোগাড়ের ক্ষেত্রে গত বছরই ফেইসবুকের ওপর সীমাবদ্ধতা দিয়েছে জার্মানির প্রতিযোগিতা নীতিনির্ধারক ফেডারেল কার্টেল অফিস। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করেছিলো সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

আদালতের সর্বশেষ আদেশ না আসা পর্যন্ত ফেইসবুককে এই আইন মানতে হবে না বলে জানিয়েছিলো নিম্ন আদালত।

মঙ্গলবার রায়ে আদালত নির্দেশ দিয়েছে, ডেটা জোগাড়ের ক্ষেত্রে নীতিনির্ধারকদের আইনই মেনে চলতে হবে ফেইসবুককে।

আদালত বলছে “ফেইসবুক গ্রাহককে বাছাইয়ের সুযোগ না দেওয়ায় শুধু নিজেদের ব্যক্তিগত স্বয়ংক্রিয়তায় প্রভাব পড়ে না, তাদের নিজেদের তথ্য সুরক্ষা অধিকারেও প্রভাব পড়ে, যা জেনারেল ডেটা প্রোটেশন রেগুলেশনের (জিডিপিআর) আওতায় পড়ে।”