টেসলা শেয়ারধারীদের সভা অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বরে 

করোনাভাইরাসের কারণে এরই মধ্যে পিছিয়েছে টেসলা শেয়ারধারীদের বার্ষিক সভা। রোববার ইলন মাস্ক জানিয়েছেন, ব্যাটারি ডে ও শেয়ারধারীদের সভা হওয়ার সম্ভাব্য তারিখ ১৫ সেপ্টেম্বর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 09:05 AM
Updated : 22 June 2020, 09:05 AM

আসন্ন ব্যাটারি ডে-তে নতুন ব্যাটারি প্রযুক্তির বিষয়ে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অগ্রগতি প্রকাশ করবে বলে প্রত্যাশার খবর জানিয়েছে রয়টার্স।

‘ব্যাটারি ডে’ প্রসঙ্গে মাস্ক বলেছেন, এটি হবে “টেসলার ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর দিনগুলোর একটি।” এর আগে ব্যাটারি ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মে মাসে, আর বার্ষিক শেয়ারধারীদের সভা জুলাইয়ের সাত তারিখে। করোনাভাইরাস মহামারীর কারণে দুটি আয়োজনই পিছিয়ে দেয় টেসলা।

মাস্ক এক টুইটে জানিয়েছেন, ওই দিনের আয়োজনে প্রতিষ্ঠানের ‘সেল প্রোডাকশন সিস্টেম’ ঘুরিয়ে দেখানো হবে। এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি।

শুক্রবারে এক টুইট বার্তায় শেয়ারধারীদের সভা পেছানোর ব্যাপারে জানান টেসলা প্রধান। ওই টুইটে ইলন মাস্ক লিখেছিলেন, “নতুন তারিখের ব্যাপারে নিশ্চিত নই, হয়তো এক মাস বা তার চেয়ে বেশি পিছাতে পারে”।