করোনাভাইরাস: পেছালো টেসলা শেয়ারধারীদের বার্ষিক সভা

করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়েছে টেসলার বার্ষিক শেয়ারহোল্ডার বৈঠক। শুক্রবারে এক টুইট বার্তায় এ বিষয়ে জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2020, 01:25 PM
Updated : 20 June 2020, 01:42 PM

এ প্রসঙ্গে ইলন মাস্ক বলেছেন, “নতুন তারিখের ব্যাপারে নিশ্চিত নই, হয়তো এক মাস বা তার চেয়ে বেশি পিছাতে পারে”।  -- খবর রয়টার্সের।

জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত জনসমাগমে রয়েছে নিষেধাজ্ঞা।

টেসলার বার্ষিক শেয়ারহোল্ডার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুলাইয়ের সাত তারিখে। বার্ষিক এই সভাগুলোতেই প্রতিষ্ঠানপ্রধানরা সাধারণত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারধারীদের জানান। পাশাপাশি প্রতিষ্ঠানবিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়ে থাকেন সিইওরা।

মহামারীর কারণে এখন এসে বার্ষিক শেয়ারহোল্ডার মিটিং পেছালেও, মে মাসে স্থানীয় আদেশ অমান্য করে লকডাউনের মধ্যেই যুক্তরাষ্ট্রে থাকা এক মাত্র কারখানা খুলে দিয়েছিল প্রতিষ্ঠানটি। কারখানাটির অবস্থান ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আলামাডা কাউন্টিতে।

কারখানা খুলতে না দিলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে নেওয়ারও হুমকি দিয়েছিলেন টেসলা প্রধান।  

করোনাভাইরাসসহ বিভিন্ন বিষয়ে বরাবরই নিজ মতামত দৃঢ় কণ্ঠে জানিয়েছেন মাস্ক।  একদম গোড়াতেই মার্চ মাসে টুইটে লিখেছিলেন, “করোনাভাইরাস নিয়ে আতঙ্ক হচ্ছে মূর্খতা”। পরে এপ্রিলে লকডাউন পদক্ষেপকে উদ্দেশ্য করে আরেক টুইটে লিখেছিলেন, “যুক্তরাষ্ট্রকে মুক্ত করো”।