মামলার মুখে “জরুরি” কর্মসূচীর ইতি টানলো ইন্টারনেট আর্কাইভ

চার বাণিজ্যিক প্রকাশকের মামলার মুখে নিজেদের ‘ন্যাশনাল ইমারজেন্সি লাইব্রেরি’ কর্মসূচীর ইতি টেনেছে ইন্টারনেট আর্কাইভ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 02:32 PM
Updated : 15 June 2020, 02:32 PM

এক ব্লগ পোস্টে ইন্টারনেট আর্কাইভ জানিয়েছে, করোনাভাইরাস মহামারীতে আটকে পড়া মানুষের হাতে ১৪ লাখ বই বিনামূল্যে তুলে দিতে মার্চে “জরুরি” কর্মসূচী হাতে নিয়েছিল প্রতিষ্ঠানটি। জুনের ৩০ তারিখ পর্যন্ত কর্মসূচীটির চলার কথা ছিল। কিন্তু এ মাসের শুরুতে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা করে প্রকাশনা সংস্থা হ্যাচেট, পেঙ্গুইন, র‌্যানডম হাউজ, ওয়াইলি এবং হার্পার কলিন্স। এ কারণেই কর্মসূচীটি নির্দিষ্ট সময়ের আগে শেষ করেছে ইন্টারনেট আর্কাইভ। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের।

এ প্রসঙ্গে ইন্টারনেট আর্কাইভের প্রতিষ্ঠাতা ব্রুস্টার কেল বলেছেন, “আমরা আমাদের শেডিউল এগিয়ে এনেছি, কারণ মহামারীর মধ্যেই গত সোমবার চার বাণিজ্যিক প্রকাশক ইন্টারনেট আর্কাইভের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে”।   

তবে, কর্মসূচীর ইতি টানলেও সম্পূর্ণভাবে বই ধার দেওয়া বন্ধ করছে না ইন্টারনেট আর্কাইভ। আগের মতো নিয়ন্ত্রিত ‘ডিজিটাল লেন্ডিং’ প্রক্রিয়ায় বই ধার দেবে সাইটটি।

মার্চে ‘দ্য অথর্স গিল্ড’ জানিয়েছিল, ইন্টারনেট আর্কাইভ “পাইরেসি সাইটের মতো আচরণ করছে” যা লেখকদের অধিকার ক্ষুন্ন করছে।

কর্মসুচীর ইতি টানার ফলে ইন্টারনেট আর্কাইভের উপর থেকে ওই চার প্রকাশক মামলা তুলে নেবেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে প্রতিেবদনে জানিয়েছে ভার্জ।