হাজারো অ্যাকাউন্ট সরানোয় টুইটারের ওপর ক্ষুব্ধ তুরস্ক

প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সমর্থক হাজারো অ্যাকাউন্ট সরানোয় টুইটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক। অ্যাকাউন্টগুলো ‘ভুয়া ছিলো না’ বলে দাবি করেছে দেশটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2020, 05:08 PM
Updated : 14 June 2020, 05:08 PM

তুরস্ককেন্দ্রীক সাত হাজার ৩৪০টি অ্যাকাউন্ট সরিয়েছে টুইটার। প্রতিষ্ঠানটি বলছে, প্রাথমিকভাবে দেশের স্থানীয় জনগণকে লক্ষ্য করে সংঘবদ্ধভাবে ভুয়া কার্যক্রম চালানো হচ্ছিলো এই অ্যাকাউন্টগুলো থেকে। -- খবর আইএএনএস-এর।

শনিবার প্রেসিডেন্টের জনসংযোগ পরিচালক ফারেতিন আলতুন বলেন, “এটি আরেকবার প্রমাণ হলো যে, টুইটার এখন আর সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান নয়, নির্দিষ্ট রাজনৈতিক এবং মতাদর্শ প্রচারণার মেশিন।”

টুইটারের এই সিদ্ধান্তকে সমর্থন জানানো নথিগুলোকে বিজ্ঞানবিরোধী, পক্ষপাত এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলেছেন আলতুন।

টুইটার, ইউটিউব এবং অনলাইন জ্ঞানকোষের মতো সেবা ব্লক করার পদক্ষেপও নেওয়ার উদাহরণ রয়েছে তুর্কি সরকারের।

শুক্রবার টুইটার জানিয়েছে, তাদের আর্কাইভে রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ৩২ হাজার ২৪২টি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে পুরোপুরি ভিন্ন ধারার অ্যাকাউন্টগুলো চীন, রাশিয়া এবং তুরস্কের সঙ্গে সংশ্লিষ্ট।

“নেটওয়ার্কের প্রযুক্তিগত ইঙ্গিত এবং অ্যাকাউন্টের আচরণ বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি ভুয়া এবং আক্রান্ত অ্যাকাউন্ট ব্যবহার করে একে পার্টির পক্ষে রাজনৈতিক প্রচারণা চালানো এবং প্রেসিডেন্ট এরদোয়ানকে মজবুত সমর্থন দেওয়া হচ্ছিলো।”-- বলেছে টুইটার।