বিক্রিতে দশ কোটি ছাড়ালো রেসিডেন্ট ইভিল

সম্পতি বড় একটি মাইলফলক অর্জন করেছে গেইম ডেভেলপার ক্যাপকর্ন। প্রতিষ্ঠানটির তৈরি হরর গেইম রেসিডেন্ট ইভিল-এর মোট বিক্রি ১০ কোটি ছাড়িয়েছে। ১৯৯৬ সালে যাত্রা শুরু করেছিল রেসিডেন্ট ইভিল ফ্র্যাঞ্চাইজ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2020, 01:17 PM
Updated : 14 June 2020, 01:17 PM

রেসিডেন্ট ইভিলের কোন সিরিজ কতো সংখ্যক বিক্রি হয়েছে, তার বিস্তারিত জানায়নি ক্যাপকর্ন। শুধু উল্লেখ করেছে, গোটা ফ্র্যাঞ্চাইজের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে রেসিডেন্ট ইভিলের সপ্তম কিস্তি। সবমিলিয়ে ৭৫ লাখ কপি বিক্রি হয়েছে ওই পর্বটির। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

রেসিডেন্ট ইভিল ৩-ও গেইমারদের মধ্যে ভালোই সাড়া ফেলেছিল। বাজারে আসার প্রথম পাঁচ দিনের মধ্যেই গেইমটির ২০ লাখ কপি বিক্রি হয়েছিল।

নিজেদের সাফল্যের পেছনে “সঠিক সময় নির্ধারণের কৌশল” ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ক্যাপকর্ন। কোনো ফ্র্যাঞ্চাইজিকেই লম্বা সময় ফাঁকা ফেলে রাখেনি গেইম ডেভেলপার প্রতিষ্ঠানটি।

সামনেও এ ধরনের কৌশল অব্যাহত রাখবে রেসিডেন্ট ইভিল নির্মাতা। গেইমাররা আশা করছেন, ২০২১ সালের মধ্যেই প্লেস্টেশনে ৫ -এ চলে আসবে ‘রেসিডেন্ট ইভিল: ভিলেজ’।