বাজেট ২০২০-২১: মোবাইল ফোন উৎপাদনে আসছে রেয়াতি সুবিধা

নতুন অর্থবছরে সেলুলার ফোন উৎপাদন ও সংযোজন শিল্পে কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা আরও বিনিয়োগ বান্ধব ও যৌক্তিকীকরণ হতে যাচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 01:07 PM
Updated : 11 June 2020, 01:07 PM

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে বিদ্যমান রেয়াতি সুবিধা “আরও বিনিয়োগ বান্ধব ও যৌক্তিকীকরণ করার প্রস্তাব” রেখেছেন তিনি।

এ প্রস্তাবের মূল লক্ষ্য সেলুলার ফোন উৎপাদনে উৎসাহ দেওয়া এবং সংযোজন শিল্পের প্রসার বললেও এ বিষয়ে বিস্তারিত রূপরেখা উপস্থাপন করেননি তিনি।।

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেলুলার ফোন উৎপাদন ও সংযোজন শিল্পে রেয়াতি সুবিধা দেওয়ায় স্থানীয় পর্যায়ে বেশ কয়েকটি সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠান গড়ে উঠার কথাও উঠে এসেছে বাজেট বক্তৃতা ২০২০-২১ ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথ পরিক্রমায়’।

এ ছাড়াও ২০২০-২১ বাজেট বক্তৃতায় সেলুলার ফোন উৎপাদন ও সংযোজন শিল্পের প্রতিরক্ষণ এবং আমদানি পর্যায়ে সঠিক মূল্য নিশ্চিতকরণের মাধ্যমে যথাযথ রাজস্ব আহরণের লক্ষ্যে সেলুলার ফোনের ন্যূনতম মূল্য নির্ধারণের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।