হ্যাকিংয়ের শিকার দক্ষিণ আফ্রিকার লাইফ হেলথকেয়ার

সাইবার হামলার শিকার হয়েছে দক্ষিণ আফ্রিকার লাইফ হেলথকেয়ার। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলের কার্যক্রমে সাইবার হামলার ঘটনায় ভর্তি ব্যবস্থা, ব্যবসা প্রক্রিয়াকরণ ব্যবস্থা এবং ইমেইল সার্ভার ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2020, 01:30 PM
Updated : 9 June 2020, 01:30 PM

সাইবার হামলার ঘটনায় কোন কোন ডেটা ক্ষতিগ্রস্থ হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি হাসপাতাল পরিচালনা প্রতিষ্ঠানটি-- খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোগীর সেবা ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে লাইফ হেলথকেয়ার।

বতসোওয়ানাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চল লাইফ হেলথকেয়ারের সবচেয়ে বড় বাজার।

কিছু সময় বিলম্বের পর ব্যাকআপ ব্যবস্থায় হাসপাতাল ও প্রশাসনিক ব্যবস্থা পুনরায় চালু করেছে লাইফ হেলথকেয়ার।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী পিটার ভ্যান ডার ওয়েজথুইজেন বলেন, “আমরা অত্যন্ত হতাশ এবং দুঃখিত যে, অপরাধীরা এমন সময়ে আমাদের ওপর হামলা চালিয়েছে, যখন আমরা কোভিড-১৯ মহামারীর মোকাবেলায় নিরলসভাবে কাজ করছি।”

লাইফ হেলথকেয়ার বাদেও চলতি বছর সাইবার হামলার শিকার হয়েছে দক্ষিণ আফ্রিকার আরও দুই বড় প্রতিষ্ঠান।

গত বছর জোহানেসবার্গ সিটি কাউন্সিলের সাইবার নেটওয়ার্কও বন্ধ করে দেয় হ্যাকাররা।