অ্যামাজন বিতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ড, ধসে পড়লো ছাদ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2020 08:21 PM BdST Updated: 06 Jun 2020 08:39 PM BdST
-
ছবি: 'রেডল্যান্ডস ফায়ার ডিপার্টমেন্টে'র ফেইসবুক থেকে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রেডল্যান্ডসে অ্যামাজনের একটি বিতরণ কেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।
স্থানীয় সময় শুক্রবার ভোরে ওই বিতরণ কেন্দ্রে আগুন লাগার পর তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে, ধসে পড়ে ছাদ। পরে অগ্নিনির্বাপণ বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
আকাশ থেকে নেওয়া ভিডিও ফুটেজে পুরো ওয়্যারহাউজ জ্বলতে এবং ছাদ ধসে পড়তে দেখা যায়।
সিএনএনের খবরে বলা হয়, ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগ। পরে আগুন নেভাতে স্যান বার্নার্ডিনো ও পার্শ্ববর্তী এলাকা থেকে সাহায্য পাঠানো হয় বলে রেডল্যান্ডস নগর কর্তৃপক্ষ জানায়।
অ্যামাজন এক বিবৃতিতে বলেছে, “সবাই নিরাপদে আছেন জানতে পেরে আমরা আনন্দিত। স্থানীয় অগ্নিনির্বাপণ বাহিনীকে এবং প্রথমে যারা ঘটনাস্থলে পৌঁছেছেন, তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই। এটি তৃতীয় পক্ষের পরিচালিত একটি সাইট ছিল। আমরা তাদের সহযোগিতা করব।”
অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্তের কথা জানিয়েছেন রেডল্যান্ডসের অগ্নি নির্বাপণ বিভাগের প্রধান জিম টপোলেস্কি।
ভবনটি নতুন এবং সেখানে সর্বাধুনিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থাগুলো ছিল বলে জানিয়েছেন তিনি।
অ্যামাজনের দেওয়া তথ্য অনুসারে, ভবনটি পরিচালিত হত ‘কুনে অ্যান্ড নাগেল’ নামের একটি কোম্পানির মাধ্যমে। ক্রেতাদের কাছে ‘বড় শিপমেন্ট’ পাঠাতে অ্যামাজনকে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।
এ অগ্নিকাণ্ডের কারণে ক্রেতাদের খুব বেশি ক্ষতি হবে না বলেই মনে করছে অ্যামাজন। তারা বলছে, ক্রেতাদের অর্ডার পূরণের কাজটি মূলত অন্যান্য স্থান থেকে সামলানো হত।
-
এআর, ভিআর হেডসেট অ্যাপল পরিচালনা পর্ষদে
-
দক্ষিণপূর্ব এশিয়ায় আসছে ডোটা ২-এর ‘দ্য ইন্টারন্যাশনাল’
-
চিপ বাজারে বড় পরিবর্তনের আভাস এএমডি’র
-
কুলিং প্রযুক্তি পরীক্ষায় নতুন ‘মেগা ল্যাব’ বানাবে ইনটেল
-
‘শান্তি, নিশ্চয়তা’ চায় ভারতের শীর্ষ ক্রিপ্টো অ্যাপ
-
অ্যামাজনের টিভি সিরিয়াল ‘দেখা যাবে’ মহাকাশ থেকে
-
মহাকাশ স্টেশনে পৌঁছেছে বোয়িংয়ের ক্যাপসুল
-
ডেটিং অ্যাপে বিকল্প লেনদেনে সাময়িক অনুমোদন গুগলের
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- ওশাদা-করুনারত্নের দারুণ শুরু