পরিধেয় কনট্যাক্ট-ট্রেসিং ডিভাইসের পরিকল্পনায় সিঙ্গাপুর

শীঘ্রই পরিধেয় করোনাভাইরাস কনট্যাক্ট-ট্রেসিং ডিভাইস উন্মোচনের পরিকল্পনা করছে সিঙ্গাপুর। শুক্রবার দেশটির সরকার জানিয়েছে, পরীক্ষা সফল হলে ৫৭ লাখ বাসিন্দাকে ডিভাইসটি সরবরাহ করবে তারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 12:02 PM
Updated : 5 June 2020, 03:11 PM

ইতোমধ্যেই স্মার্টফোনের জন্য কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপ উন্মোচন করেছে সিঙ্গাপুর। গ্রাহক করোনাভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিনা সে বিষয়ে সতর্ক করে অ্যাপটি।

ইতোমধ্যেই ত্রুটির মুখে পড়েছে ব্লুটুথভিত্তিক এই প্রযুক্তি। আর অ্যাপটি ব্যবহারও হচ্ছে না বিস্তৃত পরিসরে-- খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার পার্লামেন্টে পররাষ্ট্র মন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বলেন, “আমরা এটি তৈরি করছি এবং শীঘ্রই একটি পোর্টেবল পরিধেয় ডিভাইস উন্মুক্ত করবো, যা স্মার্টফোনের ওপর নির্ভরশীল হবে না।”

“যদি এই পোর্টেবল ডিভাইস কাজ করে। আমরা হয়তো সিঙ্গাপুরের সবাইকে এটি সরবরাহ করবো। এটি আরও কার্যকর হবে এবং এটি আমাদের সকলের সুরক্ষা নিশ্চিত করবে।”

গত মাসে স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বালাকৃষ্ণান বলেন, ডিভাইসটি গলায় ঝুলিয়ে রাখা যাবে বা হাতের ব্যাগে রেখে দেওয়া যাবে। ব্যাটারি ব্যবহারে চলবে ডিভাইসটি।