হাজারো বাইক, স্কুটার নষ্ট করছে উবার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2020 07:38 PM BdST Updated: 29 May 2020 07:38 PM BdST
অ্যাপভিত্তিক বাইক সেবাদাতা প্রতিষ্ঠান লাইমের কাছে জাম্প ব্যবসা বিক্রির পর হাজারো বৈদ্যুতিক বাইসাইকেল এবং স্কুটার নষ্ট করে দিচ্ছে উবার।
রিসাইকলিং সেন্টারে লাল সাইকেলগুলো ক্র্যাশ করার একটি ভিডিও শেয়ার হয়েছে সামাজিক মাধ্যমে। এতে চটেছেন সাইক্লিং সমর্থকরা-- খবর বিবিসি’র।
উবারের দাবি, রক্ষণাবেক্ষণ, দায়বদ্ধতা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে তারা পুরানো মডেলের হাজারো যান নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে।
২০১৮ সালে উবার জানায়, গাড়ির বদলে বাইসাইকেল এবং স্কুটার ব্যবসায় বেশি নজর দেবে প্রতিষ্ঠানটি। জাম্প শেষ পর্যন্ত লাইমের মালিকানায় যাচ্ছে বলে চলতি বছরের ৭ মে হঠাৎ করেই ঘোষণা দেয় উবার।
চুক্তির অংশ হিসেবে লাইমে ১৭ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে উবার। পাশাপাশি জাম্পের হাজারো বাইসাইকেল এবং এর সঙ্গে সম্পৃক্ত মেধাসত্ত্ব সম্পত্তি পেয়েছে লাইম।
লাইম প্রধান ওয়েইন টিং বলেন, তিনি উবার সাইকেলের নকশা পছন্দ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও বাইক উন্মুক্ত করবেন।
যদিও পুরানো মডেলের কয়েক হাজার সাইকেল নেয়নি লাইম। এগুলোই নষ্ট করে দিচ্ছে উবার।
উবারের এই পদক্ষেপে হতাশ হয়েছে বিভিন্ন দাতব্য সংস্থা। সংস্থাগুলোর দাবি, এই বাইকগুলো দান করা যেতো বা আলাদা আলাদা ব্যক্তিদের কাছে বিক্রি করা যেতো। এতে বৈদ্যুতিক বাইসাইকেলের ব্যবহারও বাড়তো।
বিবৃতিতে উবার বলছে, “পুরানো মডেলের বাকী বাইকগুলো আমরা দান করার কথা ভেবেছি।”
“কিন্তু রক্ষণাবেক্ষণ, দায়বদ্ধতা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সবচেয়ে ভালো পদক্ষেপ হবে দায়িত্বের সঙ্গে এগুলো রিসাইকল করা।”
-
লিংকডইনে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে ব্লকচেইন হ্যাক!
-
আসছে ‘মাই হিরো অ্যাকাডেমিয়া’ বিআর
-
জাপানে ‘অনলাইন নিপীড়নের’ শাস্তি এক বছরের কারাদণ্ড
-
স্পাইওয়্যার ঠেকাতে অ্যাপলের নতুন ‘লকডাউন মোড’
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’