কোভিড-১৯ মোকাবেলায় ডরসির আরও এক কোটি ডলার

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় আরও এক কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন টুইটার এবং স্কয়ার প্রধান জ্যাক ডরসি। অনুদানের এই অর্থ দিয়ে করোনাভাইরাস আক্রান্ত ১০ হাজার পরিবার এক হাজার ডলার করে নগদ অর্থ সহায়তা পাবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 11:47 AM
Updated : 27 May 2020, 11:47 AM

‘প্রজেক্ট ১০০’ নামের একটি সংস্থায় এই অনুদান দিয়েছেন ডরসি। গিভডিরেক্টলি, প্রোপেল এবং স্ট্যান্ড ফর চিলড্রেন নামের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা ‘প্রজেক্ট ১০০’।

এক লাখ মার্কিন পরিবারকে নগদ অর্থ সহায়তা দিতে ১০ কোটি বা ১০০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল জোগাড়ের লক্ষ্য রয়েছে ‘প্রজেক্ট ১০০’ এর-- খবর আইএএনএস-এর।

প্রজেক্ট ১০০-এর অন্যান্য অনুদানদাতার মধ্যে রয়েছে অ্যালফাবেট ও গুগল প্রধান সুন্দার পিচাই, ধনকুবের স্টিভ বলমার, বিল গেটস, সার্গেই ব্রিন এবং ম্যাকেঞ্জি বেজোস।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় চলতি মাসেই জেলগুলোর জন্য এক কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন ডরসি।

‘রিফর্ম অ্যালায়েন্স’ নামের একটি গ্রুপকে এই অনুদান দিয়েছেন ডরসি। অনুদানের এই অর্থ দিয়ে বন্দী এবং অন্যান্য কর্মীদের জন্য এক কোটি ফেইস মাস্ক এবং পিপিই কেনার কথা রয়েছে।

এপ্রিল মাস থেকে ৫০টির বেশি অলাভজনক সংস্থায় স্কয়ারের সাড়ে আট কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার দান করেছেন ডরসি।