কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপনে গুগল ডুডল

‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে লেখা কালজয়ী এই গানের রচয়িতা কাজী নজরুল ইসলাম। রমজানের রোজার শেষে দেশে এবার শুধু ঈদ নয় এসেছে জাতীয় কবির জন্মদিনও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2020, 10:28 AM
Updated : 25 May 2020, 10:28 AM

বিদ্রোহী কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন করছে এবার গুগলও। নজরুলের ১২১তম জন্মবার্ষিকী উদযাপনে ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ থেকে গুগল ডটকম ব্রাউজ করলেই দেখা মিলছে নজরুলকে নিয়ে প্রকাশ করা ডুডলটির।

ডুডলে গুগলের অক্ষরগুলোকে সাজানো হয়েছে কিছুটা ভিন্ন আঙ্গিকে। দেখা যাচ্ছে নজরুলের হাতে থাকা একটি খাতা থেকে তার লেখাগুলো উড়ে গিয়ে তৈরি হয়েছে গুগলের লোগো। সাদা টুপি, চোখে চশমা আর বাবরি দোলানো চুলে দেখানো হয়েছে বিদ্রোহী এই কবিকে।

১৮৯৯ সালের ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। সৈনিক হিসেবে ১৯১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। কাজ করেছেন সাংবাদিক হিসেবেও।

নিজের লেখা বিদ্রোহী কবিতাটির জন্য বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পান নজরুল। এজন্য কারাগারেও যেতে হয় তাকে। স্বাধীনতার পর বাংলাদেশ বিদ্রোহী এই কবিকে নাগরিকত্ব ও জাতীয় কবির মর্যাদা দেয়।