সামাজিক মাধ্যমের ‘পক্ষপাত’: কমিশন নিয়ে ভাবছেন ট্রাম্প
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2020 02:04 PM BdST Updated: 25 May 2020 02:04 PM BdST
দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমগুলোয় পক্ষপাত চলছে বলে অভিযোগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবার এ বিষয়ে তদন্ত করতে একটি কমিশন তৈরি করে দেওয়ার কথা 'ভাবছেন' তিনি।
খবরটি শনিবার জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। নিজ মতামত সাধারণত টুইটারের মাধ্যমেই প্রকাশ করে থাকেন ট্রাম্প।
মে মাসের ১৬ তারিখ কোনো প্রমাণ ছাড়াই টুইটারে নতুন করে অভিযোগ তোলেন ট্রাম্প। তিনি বলেন, “ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং গুগলকে নিয়ন্ত্রণ করছে উগ্র বামপন্থীরা।” এই ‘অবৈধ’ পরিস্থিতির প্রতিকারে প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।
‘বট’, ‘ট্রোল’ বা ভ্রান্ত তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে দীর্ঘদিন ধরেই নানাবিধ পদক্ষেপ নিয়ে আসাছে সামাজিক মাধ্যম সাইটগুলো। কোটি কোটি ব্যবহারকারীকে সামাল দিতেও প্রায়ই হিমশিম থেতে হয় সামাজিক সাইটগুলোকে। কার্নেগি মেলন ইউনিভার্সিটির গত সপ্তাহের এক গবেষণাও সেই সাক্ষ্যই দিচ্ছে।
ওই গবেষণায় উঠে এসেছে, করোনাভাইরাস মহামারীর মধ্যে ‘আমেরিকা আবার খুলে দেওয়ার’ প্রচারণা চলছে বটের মাধ্যমে। এ ধরনের ৩৪ শতাংশ টুইট আসছে বটের মাধ্যমে। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের এক প্রতিবেদন বলছে, টুইটার নিজেই ডনাল্ড ট্রাম্পসহ বেশ কিছু উচ্চপদস্থ ব্যক্তির টুইটে অনুমোদন দেয়। সাধারণ কোনো ব্যক্তির বেলায় যা সাইটের নীতিমালা অমান্যের দায়ে অভিযুক্ত হতো।
টুইটার এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের নীতিমালার ব্যাপারে 'নিরপেক্ষ ও স্বচ্ছ্ব থাকতে কঠোর পরিশ্রম' করছে প্রতিষ্ঠানটি। “আমরা নিরপেক্ষভাবে সব ব্যবহারকারীর জন্য টুইটারের নিয়ম প্রয়োগ করি, তাদের পরিবেশ বা রাজনৈতিক সংশ্লিষ্টতা আমলে নেওয়া হয় না”।
ট্রাম্পের সাম্প্রতিক টুইট নিয়ে হোয়াইট হাউজ, ফেইসবুক এবং গুগল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
-
সরে দাঁড়াচ্ছেন পিন্টারেস্ট সিইও, নিয়োগ পেলেন গুগল নির্বাহী
-
টুইটারে মাস্ক ভক্ত ১০ কোটি, কিন্তু ‘বট কতো জন?’
-
ইউএসবি-সি বাধ্যতামূলক করার কথা ভাবছে ব্রাজিল
-
ডিজিটাল সম্পদ উদ্যোক্তা হলে করমুক্তি মিলবে রাশিয়ায়
-
পিসি গেইমিংয়ের জন্য ইনজোনের নতুন পণ্য আনছে সনি
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ