যুক্তরাজ্যের প্রত্যন্ত অঞ্চলও ৫জি'র কল্যাণে এখন সামনের সারিতে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2020 07:05 PM BdST Updated: 24 May 2020 07:05 PM BdST
-
ছবি: রয়টার্স
প্রচলিত ৪জি'র তুলনায় ৫জি'র ডেটা সক্ষমতা অনেক বেশি। আর ডেটার এই অসম্ভব গতিই সাফল্য এনে দিচ্ছে যুক্তরাজ্যের প্রান্তিক এলাকা বলে পরিচিত অর্কনি আইল্যান্ডে। ৫জি'র কল্যাণে তারা এখন আর নিজেদের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা ভাবতেও রাজী নন।
বিশ্বের যে কয়েকটি স্থানে ৫জি আগে পৌঁছেছে, তার মধ্যে একটি হলো যুক্তরাজ্যের সর্ব উত্তরের এই দ্বীপগুচ্ছ। স্থানটিতে পরীক্ষামূলকভাবে ৫জি সংযোগ আগে এসেছে। ৫জি’র বদৌলতে পৃথিবীর আর দশটি প্রযুক্তিপ্রধান স্থানের চেয়ে এটি এখন ‘অনেক বেশি সংযুক্ত’।
যুক্তরাজ্যের ‘দ্বিতীয় বৃহত্তম খাদ্য রপ্তানীর’ তালিকায় রয়েছে স্যামন। প্রতিকূল পরিবেশে ৫জি প্রযুক্তি ব্যবহার করে এ মাছটি চাষ করছে অর্কনির ‘স্কটিশ সি ফার্মস’। দূর থেকেই নানাবিধ সেন্সরের সাহায্যে তারা নজর রাখছেন মাছের বিপাক কর্মকাণ্ডে, পানির অক্সিজেন মাত্রায় এবং তাপমাত্রায়। আর এতে নিয়ামক হিসাবে ভূমিকা রাখছে ৫জি।
পানির অক্সিজেনের মাত্রা এবং তাপমাত্রা, শীতল রক্তের স্যামন মাছের বিপাক ক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৫জি প্রযুক্তির মাধ্যমে মূল ভূখণ্ডে থাকা চাষীদের হাতে পৌঁছে যায় পানির বিভিন্ন তথ্য। এ ছাড়াও ভূখণ্ডে বসেই মাছেদের ‘লাইভ ভিডিও ফিড’ দেখে থাকেন চাষীরা, দূর থেকেই মাছের স্বাস্থ্যে নজর রাখা এবং খাবার দিতে পারছেন তারা।
“স্কটিশ সি ফার্মের হিসেব থেকে বলতে হয়, আমরা সম্ভবত এখনও ৫জি প্রযুক্তির প্রাথমিক অবস্থাতেই রয়েছি”। - বলেছেন স্কটিশ সি ফার্মের আঞ্চলিক উৎপাদন ব্যবস্থাপক রিচার্ড ডার্বিশায়ার।
শুধু স্যামন মাছ রপ্তানী থেকেই ২০১৭ সালে ৯০ কোটি ডলার আয় করেছে যুক্তরাজ্য। ২০১৮ সালে স্কটিশ সি ফার্মসের ৪০টি ফার্ম থেকে স্যামন মাছ এসেছে ২৭,৫০০ টন। পরবর্তীতে ‘৫জি রুরাল ফার্স্ট’ কর্মসূচীতে অংশ নিয়েছিল প্রতিষ্ঠানটি। ৫জি সম্পর্কিত এই স্কিমের আংশিক অনুদানে রয়েছে যুক্তরাজ্য সরকার।
প্রত্যন্ত ওই অঞ্চলে ৫জি বাস্তবায়নে শিক্ষাভিত্তিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং উদ্যোগ বিশেষজ্ঞদের একত্রিত করেছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো। এ প্রসঙ্গে সিসকো ইউরোপের উদ্ভাবন বিভাগের পরিচালক নিক ক্রিসোস বলেন, “এ ধরনের কাঠামো সব প্রত্যন্ত অঞ্চলে জুড়ে দিয়ে আমরা একদিক থেকে প্রত্যন্ত শিল্পগুলোতে দক্ষতা ও উৎপাদনশীলতা তৈরি করছি, অন্যদিক থেকে আমরা ডিজিটাল বিভক্তিকে মুছে ফেলছি, প্রত্যন্ত কমিউনিটিতে সংযোগ পৌঁছে দিয়েছি। এবং শুধু এর প্রভাবই অনেক বড়। আপনি হয়তো অনেককে প্রত্যন্ত অঞ্চলের দিকে যেতে দেখবেন, কারণ ওখানে সংযোগ শহরের মতোই ভালো”।
WATCH: See how 5G technology is helping businesses in remote areas pic.twitter.com/UIr4tTvN2J
— Reuters (@Reuters) May 23, 2020
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
-
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন জাকারবার্গ
-
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ‘নিখোঁজ ক্রিপ্টোরানী’
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
-
ইউরোপে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় কয়েনবেইজ
-
ক্রিপ্টো ধস: বিপাকে ‘কিম কিংডম’ উত্তর কোরিয়া
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম