যুক্তরাজ্যের ৫জি-তে  হুয়াওয়েকে চান না বরিস জনসন

করোনাভাইরাস সংকট সামনে আসার পর যুক্তরাজ্যের ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের সংশ্লিষ্টতা কমানোর পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 10:47 AM
Updated : 24 May 2020, 09:12 PM

শুক্রবারের ওই প্রতিবেদন আরও বলছে, ২০২৩ সালের মধ্যে যুক্তরাজ্যের কাঠামোতে চীনের সংশ্লিষ্টতা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন জনসন।

ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর চীনের ওপর নির্ভরতা কমিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্যিক আলোচনা আরও বাড়ানোর প্রত্যাশা করছেন জনসন, এমনটাও দাবি করছে টেলিগ্রাফের প্রতিবেদন।

অন্যদিকে শুক্রবার সকালে দ্য টাইমস-এর এক প্রতিবেদন জানিয়েছে, গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য কৌশলগত আমদানির ক্ষেত্রে চীনের ওপর যুক্তরাজ্যের নির্ভরশীলতা কমানোর পরিকল্পনা বানাতে সরকারি কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির পদক্ষেপ নিয়ে নানা দিক থেকে সমালোচনার মুখে রয়েছে বেইজিং। ভাইরাসের বিস্তার বিষয়ে চীন স্বচ্ছ ছিলো না বলেও অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন দাবি নাকচ করেছে চীন।

এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে টেলিগ্রাফ বলছে, “তিনি (জনসন) এখনও চীনের সঙ্গে সম্পর্ক রাখতে চান, তবে হুয়াওয়ের চুক্তি অনেকটা পিছিয়ে যাবে। যতো দ্রুত সম্ভব হুয়াওয়ের অন্তর্ভুক্তি কমানোর পরিকল্পনা বানানোর নির্দেশ পেয়েছেন কর্মকর্তারা।”

এপ্রিল মাসের শেষ দিকেই যুক্তরাজ্য জানিয়েছে, ৫জি নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়েকে অনুমোদন দেবে দেশটি। এবারে হুয়াওয়ে পরিস্থিতিতে নতুন মোড় আনবে দেশটির এমন পদক্ষেপ।