অ্যাপলের সহায়তা ছাড়াই খুলেছে আইফোন: এফবিআই
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2020 12:25 AM BdST Updated: 20 May 2020 12:25 AM BdST
-
ছবি- রয়টার্স
অ্যাপলের সহায়তা ছাড়াই সন্ত্রাসীর আইফোন অ্যাকসেস করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। গত বছর ডিসেম্বরে ফ্লোরিডার নেভাল এয়ার স্টেশন পেনসাকোলাতে গুলিবর্ষণ করেন ওই সন্ত্রাসী।
এর আগে সন্ত্রাসীর আইফোনটি আনলক করার জন্য অ্যাপলের কাছে বারবার অনুরোধ জানিয়েছিল এফবিআই।
সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, মোহামেদ আলশামরানি নামের ওই সন্ত্রাসী আল কায়েদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৬ ডিসেম্বর ফ্লোরিডা নেভাল এয়ার স্টেশনে গুলি চালিয়ে তিন সহপাঠীকে হত্যা এবং আরও আটজনকে আহত করার অভিযোগ রয়েছে সৌদি বিমান বাহিনীর কর্মকর্তা আলশামরানির বিরুদ্ধে।
নিজের দু’টি আইফোনের মধ্যে একটিতে গুলি চালিয়েছেন আলশামরানি। ওই আইফোনটিই পরীক্ষা করতে চেয়েছিলো এফবিআই। কিন্তু বারবারই অনুরোধ নাকচ করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
সোমবার বিজ্ঞপ্তিতে বার বলেন, “জনসাধারণের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অ্যাপলের সিদ্ধান্তের বিপজ্জনক পরিণতি রয়েছে, আমার বিচারে যা অগ্রহণযোগ্য।”-- খবর আইএএনএস-এর।
আইফোনটি অ্যাকসেস করতে এফবিআইয়ের কারিগরি দক্ষতার প্রশংসা করেছেন সংস্থাটির পরিচালক ক্রিস রেই।
“আমরা অ্যাপলের কাছ থেকে কার্যত কোনো সহায়তা পাইনি,” বলেন রেই।
ফোর্বসের প্রতিবেদন বলছে, এপ্রিল মাসে ‘গ্রেকি’ প্রযুক্তিতে ৭২ হাজার ১৫০ মার্কিন ডলার খরচ করেছে এফবিআই। অ্যাপলের এনক্রিপশন ভাঙতে এবং এর থেকে ডেটা বের করতে সক্ষম এই প্রযুক্তি।
এই প্রযুক্তির জন্য ১০ লাখ মার্কিন ডলারের বেশি খরচ করেছে সংস্থাটি। এর একটি লাইসেন্সের মূল্য ১৫ থেকে ৩০ হাজার মার্কিন ডলার।
এর আগে ফ্লোরিডা শুটারের দুইটি আইফোন এফবিআই আনলক করার জন্য ‘ব্যাক ডোর’ তৈরি করে দিতে বললে নিজেদের পণ্যের হার্ডওয়্যার এনক্রিপশন রক্ষার পক্ষে কথা বলেছে অ্যাপল।
চলতি বছর জানুয়ারিতে অ্যাপলের বৈশ্বিক গোপনতা বিভাগের জেষ্ঠ্য পরিচালক জেন হোরভা বলেন, “এনক্রিপশনের ক্ষেত্রে ব্যাক ডোর বানানোর মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো না।”
২০১৬ সালে স্যান বার্নারডিনো হামলার এক সন্ত্রাসীর আইফোনও আনলক করে দিতে অ্যাপলকে অনুরোধ জানিয়েছিলো এফবিআই। সেই অনুরোধও নাকচ করেছে প্রতিষ্ঠানটি। পেশাদার হ্যাকারকে অর্থ দিয়ে ওই আইফোনটি অ্যাকসেস করেছে এফবিআই।
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের