স্থায়ীভাবে বাসা থেকে কাজ কর্মীদের জন্য ক্ষতিকর: নাদেলা

কিছু সংখ্যক কর্মীকে স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছে টুইটারসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এই সুযোগটিই কর্মীদের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 02:51 PM
Updated : 18 May 2020, 02:51 PM

স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার ফলে কর্মীদের সামাজিক যোগাযোগ এবং মানসিক স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে বলে মনে করেন নাদেলা। ভার্চুয়াল ভিডিও কল কখনোই স্বশরীরে উপস্থিত হয়ে মিটিংয়ের জায়গা নিতে পারবে না বলেও সতর্ক করেছেন তিনি-- খবর আইএএনএস-এর।

নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে নাদেলা বলেন, পুরোপুরি দূর থেকে কাজ করার ব্যবস্থাটি হবে “এক অনুশাসনকে অন্য অনুশাসন দিয়ে অদলবদলের মতো।”

মাইক্রোসফট প্রধান আরও বলেন, “ধ্বংসের চেহারা কেমন হয়? মানসিক স্বাস্থ্য দেখতে কেমন হয়? সংযোগ এবং সমাজ গঠন দেখতে কেমন? একটি বিষয়, যা আমি টের পাই তা হলো, যখন আমরা সবাই বাসা থেকে কাজ করছি এই অবস্থায় আমরা কিছু সামাজিক ভিত্তি ধ্বংস করে ফেলছি। এর প্রতিকার কী?”

কোভিড-১৯ মহামারী শেষ হলেও কিছু সংখ্যক কর্মী সারাজীবনের জন্য বাসা থেকে কাজ করতে পারবেন সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে টুইটার। এরপরই বিষয়টি নিয়ে মন্তব্য করলেন নাদেলা।

চলতি বছরের শেষ নাগাদ কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছে ফেইসবুক, অ্যালফাবেটসহ অন্যান্য কিছু প্রতিষ্ঠান।

এদিকে অন্তত অক্টোবর পর্যন্ত কর্মীদেরকে বাসা থেকে কাজের সুযোগ দিচ্ছে মাইক্রোসফট।

চলতি বছর মাইক্রোসফটের শেয়ার মূল্য বেড়েছে ১৪ শতাংশ। প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিমাণ প্রায় ১৪ হাজার কোটি মার্কিন ডলার।

নাদেলা বলেন, “আমরা অর্থ বরাদ্দ এবং অধিগ্রহণ করবো, তৈরি করবো, উদ্ভাবন করবো, অংশীদারিত্ব করবো।”

“ক্ষুদ্র ব্যবসা এবং অন্যান্য সংস্থা যাদের সহায়তা লাগবে তাদেরকে যাতে ক্রেডিট দেওয়া যায় সে বিষয়টিও নিশ্চিত করবো,” যোগ করেন নাদেলা।