সফটব্যাংক বোর্ড থেকে পদত্যাগ করেছেন জ্যাক মা

জাপানিজ প্রযুক্তি কর্পোরেশন সফটব্যাংকের বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন জ্যাক মা। সোমবার আলিবাবা সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগের খবরটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 10:47 AM
Updated : 18 May 2020, 10:47 AM

অনেকেই ধারণা করছেন, মহামারীর কারণে এ বছর ‘ঐতিহাসিক ক্ষতি’ গুণতে হবে সফটব্যাংককে। ঠিক এরকম একটি সময়েই এলো জ্যাক মা-এর সরে দাঁড়ানোর খবর। নিজেদের শেয়ারের বেশ বড় একটি অংশ ‘বাই-ব্যাক’ এর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। -- খবর সিএনএন বিজনেসের।

উল্লেখ্য, ‘বাই-ব্যাক’ প্রক্রিয়ায় শেয়ারহোল্ডারদের কাছ থেকে নিজ শেয়ার কিনে নেয় প্রতিষ্ঠান।

প্রায় ১৩ বছর সফটব্যাংক বোর্ডে ছিলেন মা। সফটব্যাংক প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মাশাইউসি সন–এর বেশ ঘনিষ্ঠ-ও ছিলেন তিনি। আলিবাবায় ২০০০ সালে দুই কোটি ডলার বিনিয়োগ করেছিলেন সন। পরে ২০১৪ সালে ওই বিনিয়োগের মূল্যমান এসে দাঁড়ায় ছয় হাজার কোটি ডলারে। ওই বছরই শেয়ারবাজারে প্রথমবারের মতো নিজেদেরকে নিয়ে এসেছিল আলিবাবা।

সফটব্যাংক অবশ্য এতোদিন আলিবাবার ওই শেয়ারগুলোর সব ধরে রাখেনি, কিছু শেয়ার বিক্রিও করেছে। এর পরও সফটব্যাংকের মালিকানায় থাকা আলিবাবার শেয়ারের মূল্য হবে ১৩ হাজার তিনশ’ কোটি ডলারের বেশি - সোমবারের হিসাব অনুসারে।

ছবি: রয়টার্স

মহামারীর কারণে বিপাকে রয়েছে সফটব্যাংক। গত মাসে ৯০ হাজার কোটি ইয়েন নিট ক্ষতি হবে বলে ধারণা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও প্রতিষ্ঠানটির বার্ষিক পরিচালনা ক্ষতি এসে দাঁড়াবে এক লাখ ৩৫ হাজার ইয়েন। ডেটা প্রতিষ্ঠান রেফিনিটিভ জানিয়েছে, গত বিশ বছরের মধ্যে এতো খারাপ সময় পার করতে হয়নি প্রতিষ্ঠানটিকে।

মহামারীর আগে থেকেই খুব একটা সুবিধা করে উঠতে পারছিলেন না সন। উবার এবং উইওয়ার্কে করা সফটব্যাংকের দুটি বড় বিনিয়োগ মুখ থুবড়ে পড়েছিল।

মা-এর পদত্যাগের খবরের পাশাপাশি নতুন তিন বোর্ড সদস্য নিয়োগ দিয়েছে সফটব্যাংক। এদের মধ্যে দুই জন বাহ্যিক পরিচালকও রয়েছেন। নতুন বোর্ড সদস্যরা হচ্ছেন, ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা ওয়ালডেন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা লিপ-বু ট্যান, ওয়াসেদা বিজনেস স্কুলের অধ্যাপক ইউকো কায়ামটো এবং সফটব্যাংকের আর্থিক প্রধান ইওশিমিতসু গোতো।

সফটব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, আগামী বছর পর্যন্ত ৪৭০ কোটি ডলার মূল্যমানের শেয়ার ‘বাই-ব্যাক’ করবে প্রতিষ্ঠানটি।