বিজ্ঞাপন প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2020 08:22 PM BdST Updated: 16 May 2020 08:22 PM BdST
-
ছবি: রয়টার্স
অনলাইন বিজ্ঞাপন প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সরকার। বাজারকে একচেটিয়া করে ফেলা এবং প্রতেযোগিতা বিমুখ বিজ্ঞাপনী রেওয়াজের জন্যই মামলার সম্মুখীন হতে হচ্ছে গুগলকে।
বিচার বিভাগ এবং অঙ্গরাজ্যের আইনজীবিদের একটি দলের ওই অ্যান্টিট্রাস্ট মামলাটি করার কথা রয়েছে – সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
আইএএনস-এর এক প্রতিবেদন বলছে, অল্প কিছুদিনের মধ্যেই সম্ভবত মামলা করবে বিচার বিভাগ।
“মামলাটি করতে পারেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন, এবং সম্ভবত এই শরতেই।”
গত বছরের সেপ্টেম্বরে টেক্সাসের নেতৃত্বে ৫০টি মার্কিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মিলে গুগলের বিরুদ্ধে এক তদন্ত শুরুর ঘোষণা দেন। গুগল অনলাইন বিজ্ঞাপন বাজার এবং ইন্টারনেট সার্চে আধিপত্য বিস্তারী কিনা তা জানার লক্ষ্যেই ওই তদন্ত শুরু হয়।
ওই তদন্ত বিষয়ে প্যাক্সটন বলছেন, এর প্রাথমিক লক্ষ্য ছিলো গুগলের অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্কের বড় পরিসর।
“প্রায় সব জীবিত মানুষের ব্যাপারেই গুগলের সাত হাজার ডেটা পয়েন্ট রয়েছে বলে আমাদের ধারণা। তারা (অনলাইন বিজ্ঞাপনের) ক্রয়-অংশ, বিক্রয়-অংশ এবং বাজার নিয়ন্ত্রণ করে, যা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে যে তাদের হাতে অনেক বেশি ক্ষমতা চলে গেছে”। - বলেছেন প্যাক্সটন।
এদিকে, ভার্জকে দেওয়া এক বিবৃতিতে গুগল বলেছে, “আমরা বিচার বিভাগ এবং জেনারেল প্যাক্সটন নেতৃত্বাধীন চলমান তদন্তের সঙ্গে রয়েছি। তবে, গুজবের ব্যাপারে আমাদের কোনো আপডেট বা মন্তব্য নেই”।
আইএএনএস উল্লেখ করেছে, চলমান ওই অ্যান্টি-ট্রাস্ট তদন্তের অংশ হিসেবে এক লাখেরও বেশি নথি হস্তান্তর করেছে গুগল। এর আগে এ ধরনের বড় মামলা হয়েছিল মাইক্রোসফটের নামে। ১৯৯০-এর দশকে বিল ক্লিনটনের প্রশাসন ওই উদ্যোগ নিয়েছিল।
গত বছর গুগলকে অনলাইন সার্চ বাজারে আধিপত্য বিস্তার প্রশ্নে ১৪৯ কোটি ইউরো (১৭০ কোটি ডলার) জরিমানা করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি-ট্রাস্ট নিয়ন্ত্রকরা।
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
-
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন জাকারবার্গ
-
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ‘নিখোঁজ ক্রিপ্টোরানী’
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন