ফ্রেমন্টে উৎপাদন শুরুর ‘সবুজ সংকেত’ পায়নি টেসলা

ক্যালিফোর্নিয়ায় নিজ গাড়ি কারখানায় কাজ শুরু করার অনুমতি পায়নি টেসলা। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ওই অঞ্চলে লকডাউন চলছে, ফলে কারখানা খোলার অনুমতি পায়নি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 12:23 PM
Updated : 9 May 2020, 12:23 PM

শুক্রবার খবরটি সম্পর্কে জানান এক কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তা। “আমরা তাদের সঙ্গে কাজ করছি, কিন্তু তাদেরকে আমরা সবুজ সংকেত দেইনি। আমরা বলিনি যে এখন সামনে আগানোটা যথাযথ হবে।” - টেসলা সম্পর্কে বলেছেন আলামেডা কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তা এরিক প্যান।   

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের আবেদনে সাড়া দেয়নি টেসলা।

মার্চের ২৪ তারিখ ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টের কারখানা বন্ধ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।    

আর সম্প্রতি নিজেদের স্যান ফ্রান্সিসকো কারখানার ছুটি এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিল টেসলা। রোববার শেষ হয়ে যাওয়ার কথা ছিলো স্যান ফ্রান্সিসকো কাউন্টির ‘ঘরে-থাকার’ মেয়াদ। পরে স্বাস্থ্য কর্মকর্তারা স্যান ফ্রান্সিসকোসহ আরও পাঁচটি বে কাউন্টি মেয়াদ পর্যালোচনা করা হবে বলে জানান। এর পরপরই কর্মীদেরকে বাড়তি ওই ছুটির ব্যাপারে জানায় টেসলা।