দেশে প্রথম ‘ই-অ্যাওয়ারনেস অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

তরুণদের মধ্যে সাইবার সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘ই-অ্যাওয়ারনেস অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2020, 12:14 PM
Updated : 8 May 2020, 12:14 PM

শুক্রবার অনলাইনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং ইউএসএইডের সহযোগিতায় অলিম্পিয়াড বাস্তবায়ন করেছে তথ্যপ্রযুক্তি বিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডিনেট’।

চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৪০০ জনের মধ্যে বিজয়ী ২০ জনকে ‘সাইবার চ্যাম্প’ ঘোষণা করা হয়েছে; পুরস্কার হিসেবে তারা পাচ্ছেন ট্যাব, পেন ড্রাইভ, সার্টিফিকেট, টি-শার্ট এবং ব্যাজ।

প্রকল্পের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য একটি ওয়েবসাইটে সাইবার সচেতনতা বিষয়ক অনলাইন কমিক ও কুইজ তৈরি করে ‘ডিনেট’।

‘সাইবার চ্যাম্প’ নামক ফেইসবুক পেইজে লাইভ ইভেন্টের মাধ্যমে দেশের প্রথম ‘ই-অ্যাওয়ারনেস অলিম্পিয়াডের’ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।

তিনি বলেন, “ইন্টারনেট ব্যবহারের সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে থাকতে হবে এবং সচেতনভাবে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রকৃতভাবে একজন দক্ষ জনশক্তি হিসেবে, জনসম্পদ হিসেবে পরিণত হতে পারে।”

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান, ইউএসএইডের ‘অবিরোধ: সহনশীলতার পথে’ প্রোগ্রামের চিফ অব পার্টি জেরোম সায়ার, ইউএসএইডের গভর্নেন্স ও সিভিই বিষয়ক উপদেষ্টা রুমানা আমিন এবং ডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম সিরাজুল হোসেন।