মাস্কের এক টুইটে হাপিস টেসলার ১৪ বিলিয়ন ডলার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2020 02:38 PM BdST Updated: 03 May 2020 02:38 PM BdST
-
ছবি: রয়টার্স
টুইটার বিড়ম্বনা যেনো পিছু ছাড়ছে না টেসলা প্রধানের। টেসলার শেয়ার মূল্য ‘অত্যন্ত বেশি’ ইলন মাস্কের এমন এক টুইট বার্তায় প্রতিষ্ঠানটির বাজার মূল্য কমেছে এক হাজার চারশ’ কোটি মার্কিন ডলার!
বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেওয়ায় নিজের শেয়ার থেকেও তিনশ’ কোটি মার্কিন ডলার হারিয়েছেন মাস্ক-- খবর বিবিসি’র।
সম্প্রতি বেশ কয়েকটি টুইট করেছেন টেসলা প্রধান। এর মধ্যে একটি টুইটে মাস্ক বলেন, “টেসলার শেয়ার মূল্য অত্যন্ত বেশি।” টুইটে নিজের সম্পত্তি বিক্রি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
একই দিনে আরেক টুইট বার্তায় মাস্ক বলেন, প্রেমিকা তার ওপর ক্ষেপে আছেন।
টেসলা প্রধানের আরেক টুইট বলছে, “ক্রোধ, মরণাপন্ন চেতনার আলোর ওপর ক্রোধ।”
টুইটের কারণে মাস্কের বিড়ম্বনা এবারই প্রথম নয়। ২০১৮ সালে নিউ ইয়র্ক শেয়ার বাজারে টেসলার ভবিষ্যত নিয়ে এক টুইট বার্তার পর মামলার মুখে পড়েন তিনি। পরে মামলা মীমাংসায় দুই কোটি মার্কিন ডলার জরিমানা করা হয় টেসলাকে। পাশাপাশি শর্ত দেওয়া হয় মাস্কের সব পোস্ট আগে আইনজীবির মাধ্যমে যাচাই করিয়ে নিতে হবে।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, শেয়ার মূল্য নিয়ে টুইটের ব্যাপারে মাস্ক মজা করছিলেন কিনা জানতে চাইলে জবাব এসেছে “না”।
চলতি বছর শেয়ার মূল্য অনেকটা বেড়েছে টেসলার। প্রতিষ্ঠানের বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলারে।
মাস্কের টুইট নিয়ে ওয়েডবাশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যানিয়েল আইভ বলেন, “আমরা মাস্কের এই মন্তব্যগুলোকে ব্যাঙ্গাত্মক হিসেবেই দেখি এবং ইলন ঠিক ইলনের মতোই কাজ করছে।" তবে, মন্তব্যে প্রচ্ছন্ন প্রশ্রয়ের সুর থাকলেও এর প্রভাব নিয়ে কঠিন কথাগুলোও বলেছেন বিশ্লেষক।
"স্পষ্টভাবেই এটি বিনিয়োকারীদের দুশ্চিন্তা কারণ। তার টুইটের অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, (ওয়াল) স্ট্রিট স্পষ্টভাবেই হতাশ।”
এসপ্তাহেই শুরুতেই করোনাভাইরাস মহামারী ঠেকাতে লকডাউনের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কিছু টুইট করেছেন মাস্ক। এ কারণেও সমালোচনায় পড়েছেন তিনি।
গত বছর ব্রিটিশ এক ডুবুরিকে টুইটে “পেডো গাই” বলায় আদালতে দাঁড়াতে হয়েছে মাস্ককে।
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
-
কান্নার নতুন ফিল্টার অ্যাম্বার হার্ডকে নিয়ে নয়: স্ন্যাপচ্যাট
-
চাঁদ থেকে আসা মাটিতে প্রথমবার হলো সবজি চাষ
-
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন আগরাওয়াল
-
উৎক্ষেপণ রেকর্ড আবার ভাঙতে যাচ্ছে স্পেসএক্স
-
জলজ উদ্ভিদের শক্তিতে চলেছে কম্পিউটার!
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- ‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’
- যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ চান মেয়র তাপস
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা