যুক্তরাষ্ট্র, কানাডায় গুগল ফটোসে ছবি সরাতে দেবে ফেইসবুক

মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার গ্রাহকদের জন্য নতুন ফিচার চালু করেছে ফেইসবুক। ফিচারটির মাধ্যমে সরাসরি গুগল ফটোসে ছবি ও ভিডিও সরাতে পারবেন গ্রাহক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2020, 10:52 AM
Updated : 1 May 2020, 10:52 AM

অন্যান্য প্ল্যাটফর্মগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য গত বছরই ডেটা ট্রান্সফার প্রজেক্ট স্বাক্ষর করেছে ফেইসবুক, গুগল, মাইক্রোসফট এবং টুইটার। ওই প্রকল্পের অংশ হিসেবেই নতুন ফিচারটি চালু করেছে ফেইসবুক-- খবর আইএএনএস-এর।

গত বছর মে মাসে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) চালু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এরপরই ডেটা ট্রান্সফার প্রজেক্ট স্বাক্ষর করে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো।

ফেইসবুকের নতুন এই টুল ব্যবহার করতে হলে “ইওর ফেইসবুক ইনফরমেশন” সেটিংস থেকে “ট্রান্সফার এ কপি অফ ইওর ফটোস অর ভিডিওস” অপশন বাছাই করতে হবে।

আপাতত শুধু গুগল ফটোসে ছবি ও ভিডিও নেওয়ার সুযোগ পাবেন গ্রাহক। পরবর্তিতে এতে আসতে পারে অন্যান্য সেবাও।

গুগল অ্যাকাউন্টে লগ ইন করে স্থানান্তর নিশ্চিত করতে হবে বলেও মনে করিয়ে দিয়েছে প্রতিবেদনটি।

গ্রাহক যাতে ওয়েবে নিজের তথ্য মুক্তভাবে স্থানান্তর করতে পারে তার জন্য একটি টুল বানানোই ডেটা ট্রান্সফার প্রজেক্টের লক্ষ্য।